খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Tuesday, April 6, 2010

MBBS DOCTOR NOW YOUR COMPUTER

স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ওয়েবসাইট এমবিবিএস ডক্টর ডট কম’-এ বিভিন্ন ধরনের রোগ সম্বন্ধে প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাচ্ছে। একজন ভিজিটরের সুবিধার কথা মাথায় রেখে রোগগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বর্ণনা করা হয়েছে রোগের উপসর্গ ও লক্ষণ, কি করা উচিত, কিভাবে প্রতিরোধ করবেন, কখন ডাক্তার দেখাবেন ইত্যাদি বিষয়ে। এছাড়াও ডাক্তার, হাসপাতাল, এম্বুলেন্স, ব্লাড ব্যাংক, ডায়াগনস্টিক ল্যাব, ওষুধের দোকানসহ যাবতীয় তথ্য পাওয়া যাচ্ছে এই সাইটে। সাইটিটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায়ই লেখা হয়েছে। সাইটটির ঠিকানা: www.mbbsdoctor.com

সূত্র: যুগান্তর – আইটি বিশ্ব – ১২.০৭.২০০৭

0 comments:

Post a Comment