খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, May 9, 2010

Bestbux.info তে Register করুন | Register to Bestbux.info

নিচ্চই আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান

 
আজকে আমি আপনাদের কে Bestbux.info তে Register করা শিখাবো | 
আমরা সবাই মনে করি যে Register করা বুঝি খুব সহজ | কিন্তু তবুও আমরা মাঝে মাঝে বিভিন্ন সমসসার সম্মুখীন হই | যা হোক আমি আপনাদের কে Register করানো সিখাচ্ছি একটি অনুরোধের কারণে | অনুরোধটি করেছেন
বাম পাশে অবস্হিত Register বাটনে ক্লিক করুন |
৩. আপনের সামনে একটি ফরম আসবে |

৪. User Name: এ আপনার নাম লিখুন | 

৫. Password: এ আপনার গোপন নম্বর লিখুন |  

৬. Confirm Password: এ আপনার গোপন নম্বর আবার লিখুন | 

৭. E-mail Address: এ আপনার E-mail Address লিখুন | 

৮. Confirm E-mail Address: এ আপনার E-mail Address আবার লিখুন | 

৯. Alertpay E-mail: এ আপনি Alertpay তে Register করার সময় যে E-mail Address দিয়েছিলেন সেটি এখানে টাইপ করে দিন | 


১০. Country: তে India সিলেক্ট করে দিন | (কারণ: আপনি এখানে Bangladesh খুঁজে পাবেন না |)

১১. Referrer: টিতে যদি abdurrahim786 টাইপ করা থাকে তাহলে আর টাইপ করার প্রোয়জন  নয় | আর যদি টাইপ করা না থাকে তাহলে abdurrahim786 টাইপ করে দিন | 

১২. Security code: এ পাশে লেখা কোডটি টাইপ করে দিন |

১৩. সবশেষে Register বাটনে ক্লিক করুন |

যদি এটি কারো উপকারে আসে ত়াহলে আমার পরিশ্রম সার্থক হবে | উপকারে আসলে কমেন্টস বা Comments করতে ভুলবেন না যেন |
ধন্যবাদ,
আব্দুর রহিম

0 comments:

Post a Comment