skip to main |
skip to sidebar
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্লগার টেমপ্লেট সম্পর্কে এটাই আমার প্রথম পোষ্ট। ইন্টারনেট থেকে অনেক ঘাটাঘাটি করে ৪টি আইক্যাচিং ওয়েব টেমপ্লেট খুজেঁ পেয়েছি যেটি কিনা ব্লগারদের অনেক কাজে আসবে। ৪টি ওয়েব টেমপ্লেট মুলত হালকা। যা কম গতি সম্পন্ন ভিজিটররাও আপনার ওয়েব সাইটে খুবই তারাতারি প্রবেশ করতে পারবে। টেমপ্লেট গুলোতে কিছু প্লাগইন অলরেডি ইনস্টল করা আছে। যেমনঃ লেবেলস, নেক্সট/ব্যাক অপশন, ট্যাগ, টপ কমেস্টার, গুগলের নেভবার হায়িদ বা ডিলিট করা আছে, ফিড ও টুইটার ফলো, সার্চ ইত্যাদি।
আসুন দেখি টেমপ্লেট গুলো দেখতে কেমনঃ
নামঃ ক্লাউড ব্লগইন
নামঃ গ্রীনারী
নামঃ জেসমিন
টেমপ্লেটটি দেখার জন্য এখানে ক্লীক করুন
নামঃ ভিও
যেখান থেকে ডাউনলোড করবেনঃ
জেডশেয়ার থেকে ডাউনলোডঃ

৪টি টেমপ্লেট একসাথে আছে। ফাইলটি আনলক করতে www.it-world.tk এই পাশওয়ার্ডটি ব্যবহার করুন।
যদি আপনাদের কাজে লাগে তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে। ভাল লাহলে কমেন্টস করতে ভুলবেন না যেন।
7 comments:
ধন্যবাদ। ক্লাউড টেমপ্লেটটা আমার ভাল লেগেছে। ডাউনলোড করছি.......
সংগ্রহ করে রাখছি।
ধন্যবাদ। আপনাদের কাজে লেগেছে এতেই আমি খুশি। ইনসাআল্লাহ আপনাদের আরো ভাল ভাল পোষ্ট উপহার দেওয়ার চেষ্টা করব। কমেন্টস এর জন্য ধন্যবাদ।
৪টা টেমপ্লেট আসলেই খুব সুন্দর এবং হালকা, দেখেই তা বোঝা যাচ্ছে। ধন্যবাদ।
আর একটা কথা দয়া করে ব্লগারদের জন্য একটি কাজের গ্যাজেটের টিউন আপনার কাছ থেকে আশা করছি। ভাল থাকবেন।
ধন্যবাদ। টেমপ্লেট গুলা আসলেই সুন্দর!
ami to download karte parsi na.plz mediafire link din ba abar upload karon.
send mdabusufian@gmail.com
Post a Comment