খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, August 27, 2010

যে কোন খাবারের খাদ্য গুন জানুন

আমরা প্রতিদিন খাবার খাই কিন্তু সকল খাবারের পর্যাপ্ত খাদ্যগুন জানিন না। শরীরের পক্ষে কোন টা দরকার  সেটা জানলেও কোন খাবারে মধ্যে সেই গুন আছে তা জানাবে আমার দেওয়া (লিঙ্ক) এই সফটওয়ার। যার ফলে আপনার শরীর দরকার মতো খাবার খেয়ে আপনি সুস্থ থাকবেন (আশা করি আল্লাহের দোয়ায় এমনিতে ও সুস্থ আছেন )।আমার দেখা মোটামুটি সব খাবারের বিভিন্ন উপাদান যেমন – জল , ফ্যাট , প্রোটিন ইত্যাদি আপনাকে জনাবে আর জানিয়ে দিবে আপনার খাওয়া খাবারটি কত  উন্নত । সফটওয়ারটির নাম Food File (Kelpiesoft)
আর স্থানে খাদ্যের নাম লিখুন আর জেনে নিন ঐ খাবার সংক্রান্ত নানান  তথ্য ।
নিচে একটি উদাহরন দিয়ে দেখালাম


তাহলে দেরি না পাশে ক্লিক করুন  DOWNLOAD (size  মাত্র 4.56Mb) আর ইনস্টল করে জেনে নিন খাদ্য গুন। ভালোখাবেন ইফতারের সময়।
DOWNLOAD NOW
কমেন্টস করতে ভুলবেন না।

0 comments:

Post a Comment