খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Monday, August 30, 2010

ভিডিউ গেমস্‌ এর দোকানে সেই প্রিয় গেমস্‌ গুলো।

 আছেন কেমন আপনার সবাই। ভাল থাকেলেই ভাল। আমাদের মধ্যে অনেকেই আছি যারা ছোটকালে ভিডিউ গেমের দোকানে গিয়ে গেমস খেলেছি। এজন্য অনেক পিটুনি ও বকুনি খেতে হয়েছে। এখন আমরা আর গেমস্এর দোকানে যাই না কারন সেই গেম গুলো বা তার চেয়ে আরো উন্নত মানের গেম আমরা এখন আমাদের পিসিতে খেলি।
আসলে পুরান হলে যে গেম ভাল লাগবে না তা না। পুরোনো গেম গুলো পিসিতে ইনস্টল দিয়ে খেললে নতুনের মতই লাগে। আমি যেই গেম গুলো দিবো তা আপনার পিসিতে ইনস্টলের কোন প্রয়োজন নেই শুধু এক ক্লিক করেই খেলতে পারবেন।
মোস্তফা, স্টিট ফাইটার, ফাইনালফাইট, কেপ্টেন কমান্ডো এই গেম গুলো খেলেননি ভিডিও গেমস্ এর দোকানে এমন গেমার কমই আছে। এই গেম গুলোর সাথে আরো কয়েকটি গেম মিলিয়ে টোটাল পেকজটির নাম দেয়া হয়েছে CALLUS95। এখানে মোট ৩১ টি গেম ছিল যেগুলো আমার কাছে ভালো লাগেনি আমি কেটে দিয়েছি। মোট এখন আপনার পাবেন ২০ টি গেম।
গেমস্‌ সাইজ ৩৬.১৭এমবি।
গেমগুলো নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

DOWNLOAD NOW

খেলার নিয়ম

ডাউনলোড শেষে রার ফাইলটিকে Extract  করে নিন ।

যেই ড্রাইভে আপনি রার ফাইলটি extract করলেন সেই ফেল্ডারটি ওপেন করে address বার থেকে লোকেশনটি মাউস দিয়ে সিলেক্ট করে কপি করে নিন।
এবার আপনি CALLUS 95 আইকনটিতে ক্লিক করুন।

কালো একটি স্কিন আসলে স্পেস চাপ দিন। ।game মেনু থেকে Directories এ ক্লিক করুন।

ROM এ আপনি এড্রেস বার থেকে কপি করা লোকেশনটি পেস্ট করে দিন। এবং ওকে দিন।

আবার স্পেস চাপ দিয়ে গেমস্ থেকে লোড ক্লিক করুন।

মনে রাখবেন ডাইরেক্টরিস এ লোকেশন ঠিক মত না দিলে আপনি লোড চাপ দিলে গেম গুলো শো করবে না।

 

লোড এ চাপ দেয়ার পর গেম গুলো শো করলে আপনার পছন্দ অনুযায়ি গেম গুলো খেলতে পারবেন।
গেমস্স সিলেক্ট করে লোড এ ক্লিক করুন। এর পর গেম রান হবে।
F3 ক্রেডিট নিবেন এবং F1 দিয়ে কয়েন নিবেন।
Ctrl কি দিয়ে শত্রুদের আক্রমন করবেন। Alt কি দিয়ে লাপ দিবেন। আর সামনে এবং পেছনে যাওয়ার জন্য এরো কি গুলো ব্যবহার করবেন।

গেম স্ক্রিন সাইজ ঠিক করে নিবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল লাগলে কমেন্ট করেবন।
প্রথম প্রকাশঃ এখানে

6 comments:

Rahman [Reply]

ধন্যবাদ। আমার কাজে লেগেছে।

Anonymous [Reply]

Good. I like This Software. :)

মতিন [Reply]

ছোটদের জন্য বেশ উপকার হবে। কারণ টাকা বাচঁবে! হা! হা! হা! হা!

Kazi Rahim Ullah [Reply]

Mostafa is my favorite game. I used to play it on the shop of Video Games.
Techbloging

Unknown [Reply]

thank you for this game...
Shihab

Unknown [Reply]

আমার সাইটটি যোগ করবেন প্লিজ
http://AmaderTech.Com

Post a Comment