Tuesday, August 31, 2010
আপনার ব্লগে যুক্ত করুন "আরো পোষ্ট পড়ুন" অপশন
আসসালামুআলাইকুম। সবাই কেমন আছেন। আমরা সকল ব্লগাররা চাই ভিজিটর যেন আমার সাইটটিতে আরো বেশি সময় ধরে থাকে। আমার মতে ভিজিটর ওয়েব সাইটে ধরে রাখার জন্য এটা একটি উত্তম কোড।
যদি আপনি এই সাইটটি অর্থাৎ আইটি ওয়ার্ড ভালো ভাবে দেখেন তবে আপনি দেখতে পাবেন প্রতিটি পোষ্ট এর শেষে আরো পড়ুন নামে একটি অপশন রয়েছে যাতে আইটি ওয়ার্ল্ডের ৫ টি পোষ্টও রয়েছে। ভিজিটরদের পোষ্ট পড়া শেষ হলে তারা এই অপশনটি দেখতে পাবে যেখানে ঐ বিষয়ক ৫টি আরো পোষ্ট আছে। ফলে ভিজিটরের মনে আরো আগ্রহ জাগবে। সে লিং গুলোতে ক্লীক করে আরো অনেক কিছু জানতে পারবে।
কোডটি আপনার ব্লগে সংযুক্ত করতে যা করতে হবেঃ
এখানে ক্লীক করে প্রথমে মেইন লিঙ্ক এ যান।
সেখানে যে সব নির্দেশনাবলী রয়েছে তা অনুসরণ করে আপনার ব্লগে কোডটি ইন্সটল করুন।
যদি এই পোষ্টটি কারো উপকারে আসে অবশ্যই জানাবেন এবং কমেন্টস করতে ভুলবেন না যেন।
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
বাহঃ দারুন একটা পোষ্ট করেছেন ভাই। এটাইটো আমি খুজছিলাম। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ :)
ভাই Linkwithin আর এটার মধ্যে পার্থক্যটা বলবেন কী?
ধন্যবাদ।
@হাবীব
ভাই Linkwithin দ্বারা আপনি রিসেন্ট পোস্ট ইমেজ সহকারে দেখাতে পারবেন। কিন্তু ওয়েব সাইটে সংযুক্ত করলে ওয়েব পেইজটি তুলনামুলক ভাবে ভারী হয়ে যায়। কিন্তু এই কোডটি ব্যবহার করলে ওয়েব পেইজ ভারী হবে না। ফলে ভিজিটর খুবই তারাতারি আপনার ওয়েব পেইজে প্রবেশ করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।
আব্দুর রহিম ভাইয়ের সাথে আমি একমত। Linkwithin এর চেয়ে এই কোডটি অনেক অনেক ভাল।
@শাহারিয়ার
ধন্যবাদ।
Post a Comment