খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, August 27, 2010

আপনার কম্পিউটারে মোবাইলের(java) গেম খেলুন !!!

আমরা অনেকেই মোবাইলে গেম খেলতে খুব ভালবাসি। যেমন- আমি নিজে।
হয়ত আপনার কম্পিউটারে অনেক মোবাইলের গেম জমা হয়ে আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কোনটা মোবাইলে ট্রাস্নফার করবেন। তাছারা একটা একটা করে মোবাইলে ভাল গেম Choose করা খুব বিরক্তিকর। আপনাদের এইসব সমস্যর হাত থেকে রেহাই দিতে পারে মাত্র  1mb সাইজের “Sjboy Emulator” নামের এই সফটওয়ার। সফটওয়ার টি এখান থেকে ডাউনলোড- http://www.mediafire.com/file/yozmtdhtm0m/java~game~player.zip করে Install করুন। এরপর যেকোন একটি জাভা গেম এ ডাবল ক্লিক করুন আর মজা দেখুন-



আপনার ডেস্কটপে একটি  Virtual Mobile আসবে। সেই মোবাইলে আপনি ‘মাউস দিয়ে মোবাইলের কি-প্যাড এ ক্লিক করে’ অথবা ‘নামপ্যাড’ Use করে যেকোন java গেম খেলতে পারবেন। আশা করি software টি আপনাদের কাজে লাগবে।

DOWNLOAD NOW

1 comments:

মামুন [Reply]

দারুন। ধন্যবাদ আব্দুর রহিম ভাই। আমি অনেকদিন ধরেই এই ধরণের একটা সফটওয়্যার খুজছিলাম। কিন্তু সফল একবারো হইনাই। কিন্তু এবার সফল হয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এক্ষুনি ডাউনলোড করছি........

Post a Comment