আমরা যারা নেটে কাজ করি তারা প্রায় সবাই মজিলা ফায়ারফক্স ব্যবহার করি। কারন এর স্পীড খুব বেশি। যাই হোক এত স্পীডও যাদের হয় না তাদের বলছি এখন মজিলা হবে আরও গতি সম্পন্ন যদি নিচের টিপস গুলি পালন করেন।
প্রথমে মজিলা ব্রাউজারের এড্রেস বারে টাইপ করুন : about:config তারপর এন্টার দিন ।
একটি সতর্ক বার্তা আসবে । I`l be careful, I promise ক্লিক করুন। নতুন একটি উইন্ডো আসলে সেখানে নিচের লাইনগুলো বের করুন।
network.http.pipelining network
http.proxy.pipelining network
http.pipelining.maxrequests
তারপর নিচের চিত্র অনুযায়ী সেট করুন ।
Set “network.http.pipelining” to “true”
Set “network.http.proxy.pipelining” to “true”
Set “network.http.pipelining.maxrequests” তে 30 বা 8
এসব set করতে ঐ গুলার উপর ডাবল ক্লিক করুন।
এখন আবার এ লিখাটি বের করুন
network.dns.disableIPv6
এবার এটি true করে দিন।
তারপর উইন্ডো এর যে কোন জায়গায় মাউস এর রাইট ক্লিক করে New-> Integer সিলেক্ট করে nglayout.initialpaint.delay নাম দিয়ে ভ্যালু 0 দিন।
একইভাবে New > Boolean সিলেক্ট করে content.notify.ontimer নাম দিন । এবং True সিলেক্ট করুন।
আবার New > Boolean সিলেক্ট করে content.interrupt.parsing নাম দিন । এবং True সিলেক্ট করে কাজ শেষ করুন ।
New > Integer খালি বক্সে content.notify.interval টাইপ করে OK করুন । অতপর 750000 সেট করে OK করে বেরিয়ে আসুন ।
আবার, New > Integer খালি বক্সে content.max.tokenizing টাইপ করে OK করুন । অতপর 2250000 সেট করে OK করে বেরিয়ে আসুন ।
New > Integer খালি বক্সে content.notify.backoffcount টাইপ করে OK করুন । অতপর 5 সেট করে OK করে বেরিয়ে আসুন ।
আবার,New > Integer খালি বক্সে content.switch.threshold টাইপ করে OK করুন । অতপর 750000 সেট করে OK করে দিন।
ব্যস কাজ শেষ। এখন মজিলা restart দিন আর মজা দেখুন !!!!!
Monday, August 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
আব্দুর রহিম ভাইয়া আপনার পোষ্টটি অনুসরন করলে কী ফায়ার ফক্সের গতি বাড়বে? প্লীজ জানাবেন।
@শাম্মী
সত্যি কথা বলতে আমার ইন্টারনেট গতি বেশ ভাল। সুতরাং আমি এই ট্রিকসটি ব্যবহার করি না। কিন্তু আমি এটি যেখানে পেয়েছি সেখানে অধিকাংশ মানুষ বলেছে এটি কাজ করে। আপনি চেষ্টা করুন।
ভাল একটা টিউন করেছেন দেখিছ। ভাল বেশ ভাল!
Post a Comment