আমরা ইচ্ছা করলে খুব সহজেই ভার্চুয়াল RAM বাড়াতে পারি ফলে কম্পিউটার সিস্টেমের গতি বৃদ্ধি পাবে। তাহলে দেরি কেন? নিজের পদ্ধতি গুলো অনুসরন করুন।
- ‘My Computer’ আইকনে রাইট ক্লিক করুন।
- Properties এ যান।
- ‘Advanced’ tab এ ক্লিক করুন।
- ‘Performance’ এর নিচের ‘Settings’ এ ক্লিক করুন।
- pops up উইন্ডো থেকে ‘Advanced এ ক্লিক করুন।
- Virtual Memory এর নিচের বাটন Change এ ক্লিক করুন।
- Custom Size বাটনে ক্লিক করুন।
- এখন আপনার হার্ড ডিস্ক এর জায়গা অনুযায়ি Initial size এ 1000-1500 এবং Maximum size এ 2000-2500 টাইপ করুন।
- এখন ‘Set’ বাটনে ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ!
কম্পিউটার রিস্টার্ট নিন আর পার্থক্য দেখুন।
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
0 comments:
Post a Comment