Tuesday, August 31, 2010
আপনার ব্লগপোস্ট বা ব্লগারে সংযুক্ত করুন [Comments Replay] অপশন
আসসালামুআলাইকুম। সবাই কেমন আছেন। নিশ্চই ভালো। এখন আমি আপনাদেরকে ব্লগার এর জন্য একটি টিপস দিবো। শিরনাম দেখেই হয়ত আপনারা বুঝতে পেরেছেন। এটি মূলত একটি কোড প্লাগ ইন। যা ব্যবহার করে আপনি আপনার ব্লগের কমেন্টস বক্সে রিপ্লে অপশন যোগ করতে পারবেন।
প্রথমে আসুন জানি রিপ্লে কী?(যারা জানেন না তাদের জন্য)
যদি আপনারা এই ওয়েব সাইটটি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রতিটি কমেন্টস এর সাথে [Replay] অপশন রয়েছে। যেটি ব্যবহার করে আপনি একজন কমেন্টার এর কমেন্টস এর উত্তর দিতে পারবেন। নিচের চিত্রটি দেখুনঃ
এবার আসুন কোডটি ব্লগারে এড করা শিখিঃ
কোডটি ব্লগারে সংযুক্ত করতে এখানে ক্লীক করুন।
উক্ত পেইজে উল্লেখিত নিয়মাবলী বা নির্দেশনা অনুসরণ করে সঠিক ভাবে কোডটি আপনার ব্লগারে ইন্সটল করুন। কোন সমস্যা হলে কমেন্টস করে আমাকে জানাবেন।
আশা করি এই পোষ্টটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। কমেন্টস করতে ভুলবেন না যেন।
ধন্যবাদ।
আব্দুর রহিম।
Labels:
Blogger,
Web Design
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
আব্দুর রহিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই কোডটি অনেকদিন ধরে ইন্টারনেটে খুজছি লাম। পেয়েছিও কিন্তু কোনটাও ইন্সটল করতে পারি নি। কিন্তু আপনারটা পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
@মতিন
মতিন ভাই আপনার ওয়েব সাইটের ঠিকানাটাতো দিলেন না। ধন্যবাদ কমেন্টস এর জন্য।
কাজের টিউন। ভালো লাগছে। ধন্যবাদ।
ভাইয়া আপনার কাছে কী অটোমেটিক রিডমোর অপশন আছে? যদি থাকে প্লীজ জানাবেন। আমি নতুন আইটি ওয়ার্ল্ডে। ধন্যবাদ।
@সাম্মী
আপনাকে স্বাগতম আইটি ওয়ার্ল্ডে। জীঃ আপু আমার কাছে অটোমেটিক রিডমোর অপশন আছে। লিংটি হলোঃ http://it-world-bd.blogspot.com/2010/08/read-more.html। কমেন্টস এর জন্য ধন্যবাদ।
রহিম ভাই রিপ্লে অপশনে টেক্সট ব্যবহার না করে ইমেজ ব্যবহার করতে চাইলে কী করতে হবে? প্লীজ জানাবেন।
@শাহারিয়ার
শাহারিয়ার ভাই [Replay to Comments] জায়গাটির বদলে img s rc="Past You Image Link Here" কোডটি পেষ্ট করে দিন। এবং "Past You Image Link Here" জায়গার ভিতরে আপনার ইমেজের লিংটি পেষ্ট করুন। ইমেজটি আপনি বিভিন্ন ইমেজ আপলোড ওয়েব সাইট থেকে করতে পারবেন। যেমনঃ www.pictures.pk । কমেন্টস এর জন্য ধন্যবাদ।
সুন্দর। আঃ রহিম ভাই কাজের একটা টিপস দিয়েছেন। ধন্যবাদ।
Good Very Good...
what the process to add "adf.ly" ad on my blog. pls
ভাই জটিল একখান জিনিস দিছেন রে ভাই । হাছাই জটিল জিনিস । এক্কবারে সময় মত দিছেন । খুবই কাজের জিনিস । ধন্যবাদ :) :D
Many many thanks. ☺☺☺☺☺☺↨☻☻☻☻☻☻
আমার ব্লগের ঠিকানা হচ্ছে → http://24tutorial.blogspot.com/
Post a Comment