সবাই কেমন আছেন। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু এটা সত্য যে অধিকাংশ মানুষই তার নিজের ইন্টারনেটের সঠিক গতি বলতে পারে না। সবাই অনুমান করে যেমনঃ ১ম জন বলবে আমার ইন্টারনেট গতি হলো ১০ কিলোবাইট প্রতি সেকেন্ড কিন্তু ২য়জন বলবে না তোমার মোডেমেতো আমার ইন্টারনেট গতি আসে ২০ কিলোবাইট পার সেকেন্ড। অন্যের উদাহারণ নয়। আমার নিজের কথায় বলিঃ আমি আগে অনুমান করতাম আমার ইন্টারনেট ব্রাউজিং গতি ২০ কিলোবাইট এবং ডাউনলোড গতি ১০ কিলোবাইট। কিন্তু যখন আমি এই সফটওয়্যারটা ব্যবহার করা শুরু করি তখন আমি জানতে পারি আমার ইন্টারনেটের সঠিক গতি।
আসুন সফটওয়্যারটির সাথে পরিচিত হইঃ
নামঃ ডি ইউ মিটার।
ভারসনঃ ৩.৫০।
কোম্পানীর নামঃ হাগেল টেকনোলজী।
ভাষাঃ ইংরেজী
সুবিধা সমূহঃ
১. ইন্টারনেট গতি কখন বাড়ছে কখন কমছে সাথে সাথে বুঝতে পারবেন।
২. আপনার ইন্টারনেটের গতি কত সেটা বুঝতে পারবেন।
৩. এটি একটি অভার টপ স্ক্রীন সফটওয়্যার। ব্রাউজিং করার পাশাপাশি মিটারটিও দেখতে পারবেন।
সফটওয়্যারটি দেখতে যেমনঃ
যেখান থেকে ডাউনলোড করবেনঃ
ডেজশেয়ার থেকে ডাউনলোডঃ

যদি আপনাদের এই পোষ্টটি কাজে লাগে বা কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
ধন্যবাদ।
আব্দুর রহিম।
[আপনার ই-মেইলে রাখুন]
3 comments:
দারুন। ডাউনলোড করতেছি.... হা! হা!। ধন্যবাদ।
ভাল
শেয়ার করার জন্য ধন্যবাদ।
Post a Comment