খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, September 3, 2010

এবার মোবাইলেই জানুন নামাজ, সেহরী ও ইফতারের স্থায়ী সময় সূচী


                      আসসালামু আলাইকুম 


আশা করি ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি জাভা সফটওয়ার । যা দিয়ে আপনি নামাজ সেহরী এবং ইফতারীর চিরস্হায়ী সময় সূচী জানতে পারবেন । আমরা ব্যস্ত মানুষ প্রায় সময়ই আমাদের চলার মধ্যে থাকতে হয় ।এবং এই চলার পথে আমাদের কাছের বন্ধু হল মোঠোফোন ।সুতরাং এই মোঠোফোন হতে যদি যে কোন সময় নামাজ সেহরী এবং ইফতারের সময় জানা যায় তবে ত খুব ভাল হয় ।তাও আবার সবসময়ের জন্য ।
এই সফটওয়ারটি দিয়ে আপনি নামাজের সময় জানতে পারবেন ।এটি বাংলাদেশের গুরুত্বপূর্ন ১৮ টি শহরের স্হানীয় সময় অনুযায়ী দেখাবে ।আর এই সালাত টাইম সফটওয়ারটি আপনি যে কোন জাভা এনাবল সেটে চালাতে পারবেন এটির সাইজ মাত্র 48 KB । সুতরাং বুঝতেই পারছেন পুরাতন মডেলর জাভা সেটেও ডাউনলোড করতে পারবেন ।
আর হ্যা এই সফটওয়ারটি কিন্তু আমি ফ্রী পাইনি ।আমি বাংলালিংকের কাছ থেকে ক্রয় করেছি ।এটি আপনি গুগলে কিংবা অন্য কোথাও সার্চ করে পাবেন না ।এটি একমাত্র বাংলালিংকের কাছে পাওয়া যাবে যেটা নাকি বাংলাদেশের কনটেন্ট প্রোভাইডার EBSBD Limited প্রোভাইড করেছে ।SMS পাঠালে তারা ডাওনলোডিং লিংক দেয়।ত আপনাদের চিন্তার কারন নেই আপনাদের জন্য এটা একদম ফ্রী ।দরলাম যদি বাংলালিংক থেকে নেওয়ার সিস্টেমটা দেই তবুও শুধু বাংলালিংক গ্রাহকরা পাবে তাও টাকা দিয়ে । তাই অমি এটা অপনাদের সবার জন্য শেয়ার করলাম ।
আর এটা শেয়ার করার আগে বাংলালিংক কাস্টমার কেয়ারে ফোন করে জানিয়ে ছিলাম ।তারা বলছে “চেষ্টা করে দেখেন” তারা হয়ত জানেনা যে এটা অন্য ভাবে নেয়া যায় । যাই হোক এবার কাজের কথায় আসি ।
এটা আপনি ডাউনলোড করার পর যত দিন আপনার সেটে রাখবেন তত দিন থাকবে ।যদি ডিলিট বা মুভ না করেন । ডাউনলোড করার পর দয়া করে একটু সেটিং করে নিন । ১ম আপনি লিষ্ট থেকে আপনার শহর বেছে নিনি ।যদি লিষ্টে না থাকে তবে আপনার নিকটতম শহর বেছে নিন
আর ডে লাইট সেভিং থেকে টিক চিহ্ন উঠিয়ে নিন যদি থাকে।
এটি আপনাকে নিচের সুবিধা গুলো প্রধান করবে ঃ-
১.বর্তমান তারিখ।
২.বর্তমান সময়।

৩.আপনার অবস্থান ।
৪.সেহরীর শেষ সময়।
৫.ফজরের শেষ সময়।

৬.যোহর নামাযের সময়।শুরু
৭.আছর নামাযের সময়। শুরু
৮.মাগরিব নামাযের সময়।শুরু
৯.ইফতারের সময়। শুরু
১০.এশার নামাযের সময়

আগামিকালের১১.সেহরী১২..ফজর
নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন।
http://stock.ebsbd.com/bsalat/salattime.jar




কাজে লাগলে মতামত দিবেন।


[আপনার ই-মেইলে রাখুন]

2 comments:

স্বাধীন [Reply]

রাজশাহীর প্রথমে খুজেঁ পাই নি। পরে পেয়েছি। ধন্যবাদ। কাজের একটা সফটওয়্যার।

Abdur Rahim [Reply]

ধন্যবাদ।

Post a Comment