সবাই কেমন আছেন? আমরা সবাই কম্পিউটারে ব্যবহারকৃত বিভিন্ন ডিকশনারীর কথা জানি। কিন্তু এগুলোর মধ্যে বেশির ভাগই সফটওয়্যার কেউ পছন্দ করেন না। এর মূলত দুইটি কারণ আছেঃ
১. ইন্সল করার ঝামেলা
এবং
২. বেশী সাইজের
এখন আমি আপনাদের এমন একটি ইংলিশ টু বাংলা ডিকশনারীর কথা জানাবো ইনসাআল্লাহ আপনাদের সবারই কাজে আসবে। ডিকশনারীটি মুলত পোর্টেবল ভারসন। এবং এর সাইজ হলো মাত্র ২.৪৪ মেগাবাইট। ডিকশনারীটি মোট ১৮৩৬৬ টি ওয়ার্ড দ্বারা গঠিত। আপনি যে ওয়ার্ডটি খুজঁছেন তা কী পদ সেটিও দেখাবে। যেমনঃ নাউন, ভার্ব ইত্যাদি।
যেখান থেকে ডাউনলোড করবেনঃ
ডাইরেক্ট ডাউনলোডঃ

আশা করি ডিকশনারীটি আপনাদের কাজে আসবে। ভাল লাগলে বা কাজে আসলে ভুলবেন না যেন।
[আপনার ইমেইলে রাখুন]
3 comments:
ভাল হয়েছে।
আঃ রহিম ভাই আমার একটা ডিকশনারী দরকার নোকিয়া মোবাইলের জন্য। যদি জাভা হয় তবেও চলবে। যদি আপনার কাছে থাকে তাহলে দয়া করে আমার সাথে শেয়ার করবেন প্লীজ!
আপনার লিংক কই ???
Post a Comment