খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Monday, September 20, 2010

আপনার ব্লগারে খুব সহজেই পরিবর্তন করুন favicon


আসসালামুআলাইকুম। অনেক্ষন ধরেই ভাবছিলাম কি নিয়ে পোষ্ট করা যায়। হঠাট করেই ব্লগার সম্পর্কে পোষ্ট করার চিন্তা মাথায় চলে এলো। যা হোক আমি কী নিয়ে আলোচনা করব তা হয়ত আপনারা শিরনাম দেখেই বুঝতে পেরেছেন। এটি হলো favicon। এড্রেস বারে কোন ওয়েব সাইটের বামে যে আইকনটা থাকে মুলত সেটাই favicon।
প্রথমে আসুন দেখি আইটি ওয়ার্ল্ডের প্রাথমিক favicon টি দেথতে কেমনঃ



যেভাবে ইন্সটল করবেনঃ
১. আপনার ব্লগারে লগইন করুন।
২. Design থেকে Edit HTML এ ক্লীক করুন।


৩. এবার নিচের কোডটি খুজুন।

৪. যে  কোডটি খুজে পেলেন তার উপরে নিচের কোডটি টাইপ করুন।

                    ----------------------------


৫. {image url} টির জায়গায় আপনার আইকন ( jpg, gif, or png.) এড্রেস পেষ্ট করে দিন।

[বিঃদ্রঃ ইমেজ আপলোড করার জন্য www.pictures.pk এই ইমেজ হোষ্টিং ওয়েব সাইটটি ব্যবহার করতে পারেন।]
৬. Save Template বাটনে ক্লীক করে Save করুন।
৭. এবার আপনার ওয়েব সাইটে গিয়ে দেখুন আপনার দেওয়া আইকনটি ফেভিআইকনে শো করছে।
[বিঃদ্রঃ একটি কথা মনে রাখবেন আইকন আপলোডের পূর্বে অবশ্যই আইকনটির নাম favicon দিয়ে দেবেন। ]


যদি আপনাদের কাজে লাগে তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে। ভাল লাগলে বা কাজে লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
ধন্যবাদ
-আব্দুর রহিম

সুত্রঃ এখানে

1 comments:

মিমি [Reply]

বাহঃ দারুন। ভাইয়া আপনাকে পুরা A+ দিচ্ছি। কারণ আমি এই ধরণের অনেক পোষ্ট দেখেছি। চেষ্টা করেছি কিন্তু কাজ হইনি। আপনারটা কাজ করেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Post a Comment