কী অবাক হলেন নাকি? ভাবছেন এটা কী করে সম্ভব? হ্যা! এটা সম্ভব। আপনি যখন অনেক কাজ করেন তখন অনেক ফাইল ওপেন করতে হয়। কাজকরতে করতে যদি হঠাত করেন্ট চলে যায়, তখন সব ফাইল বন্ধ করে পিসি বন্ধ করতে হয়। কারেন্ট আসার পর আবার কষ্ট করে ফাইলগুলো পুনরায় চালুকরতে হয়। এতো ঝামেলা না করে একটি সফটওয়্যার দিয়ে খুব সহজেই আপনি আপনার পিসিকে রিজুম করতে পারবেন।
আসুন সফটওয়্যারটির সাথে পরিচিত হইঃ
নামঃ হাইপার শার্টডাউন (Hyper Shutdown)
ভারসনঃ ১.৩ (1.3)
যেখান থেকে ডাউনলোড করবেনঃ
জেডশেয়ার থেকে ডাউনলোডSize: 1.40 MB
যেভাবে ব্যবহার করবেনঃ
১. ফাইলটি সেটআপ দিন।২. সফটওয়্যারটি ওপেন করুন।
৩. Hibernate রেডিও বাটনটিতে ক্লীক করুন। যদি কোন বক্স আসে তাহলে Yes বাটনে ক্লীক করুন।
৪. পাশে Shutdown time group box এ in 1 Seconds ধরিয়ে দিন। বা আপনি যদি কোন সময় উল্লেখ করে দিতে চান তাহলে At বাটনটিতেক্লীক করুন এবং সময় সিলেক্ট করে দিন।
৫. Countdown for 1 Seconds ধরিয়ে দিন।
৬. এবার Active বাটনে ক্লীক করুন।
৭. ফলে আপনার কম্পিউটার হাইপারনেট হয়ে বন্ধ হয়ে যাবে।
৮. এবার যদি আপনি কম্পিউটারের সকল ক্যাবল খুলে রেখে দিলেও, যখন আপনি পিসি চালু করবেন কম্পিউটার রিজুম হবে এবং আপনি যেখান থেকে পিসিবন্ধ করে ছিলেন সেখান থেকে রিজুম হবে।
সুবিধাঃ
১. এই সফটওয়্যারটি দিয়ে আপনি ৭ টি কাজ করতে পারবেন। যেমনঃ Lock Computer, Alarm, Shutdown, Stand By ইত্যাদি।২. Hibernate করলে পিসি সাধারণত তারাতারি চালু হয়ে থাকে।
আশা করি আপনাদের কাজে লাগবে। ভাল লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
-মোঃ আব্দুর রহিম
2 comments:
ভাল হয়েছে
Thank u. Cute Software!
Post a Comment