খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Wednesday, October 13, 2010

ফাইল নামিয়ে নিন সহজে


অনলাইনে ফাইল রাখার (হোস্টিং) সাইট র‌্যাপিডশেয়ার, হটফাইল, ফাইলসার্ভ, আপলোডিং, মেগা আপলোড ইত্যাদি ব্যবহার করেন অনেকেই। কিন্তু বিনামূল্যে একটি আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা থেকে একই সময়ে একাধিক ফাইল একসঙ্গে এ সাইটে রাখতে (আপলোড) পারেন না। আবার অনেক সময় নামনোও (ডাউনলোড) যায় না। এ ছাড়া রিজইম সমর্থন করে না ফলে বড় ফাইল ডাউনলোড করা বেশ কষ্টকর হয়ে যায়। তবে এসব সাইট থেকে অনায়াসে ফাইল নামানো যাবে লিচ সাইটের মাধ্যমে।
এ জন্য www.6ybh-upload.com/free12291.html সাইটে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন এবং মেইলে পাওয়া অ্যাকটিভিশন লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট সক্রিয় করুন। এবার Upload Files-এ ক্লিক করে Free URL leech রেডিও বাটন নির্বাচন করুন। এবার URL-এ ফাইল হোস্টিং সাইটের (কোন কোন ফাইল হোস্টিং সাইট সমর্থন করে তা ওপরে দেওয়া আছে) লিংক দিয়ে Upload বাটনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে ওই ফাইলটি এই সাইটে আপলোড হয়ে যাবে। আপলোড ১০০ শতাংশ শেষ হলে Filename: এর লিংকটির (পরবর্তী সময়ে ডাউনলোড করতে চাইলে My Files-এ ক্লিক করে) ওপরে ক্লিক করুন।
পরবর্তী পেজ থেকে Free Download বাটনে ক্লিক করার ৯০ সেকেন্ড পরে Create download link বাটনে ক্লিক করলে একটি সরাসরি লিংক তৈরি হবে যা রিজইম সমর্থন করে। এই লিংকে ক্লিক করে ডাউনলোড করুন। এটি ডাউনলোড ম্যানেজার সমর্থন করে। সরাসরি লিংকটি ৪৮ ঘণ্টা পর্যন্ত চালু থাকে, তবে চাইলে পরবর্তী সময়ে My Files-এ গিয়ে সরাসরি লিংক তৈরি করা যাবে। 

—প্রথম আলো

4 comments:

মিমি [Reply]

পরে চেষ্টা করছি

Abdur Rahim [Reply]

@মিমি
অবশ্যই চেষ্টা করে দেখবেন।

Badhon [Reply]

good. but i don't need this.

মতিন [Reply]

ভাল

Post a Comment