খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, October 8, 2010

চমৎকারভাবে ডেস্কটপ আইকন সাজিয়ে নিতে দারুন একটি সফটওয়্যার (Updated)

কম্পিটার ব্যাবহারকারীদের মধ্যে প্রায় প্রত্যেকেই চায় কম্পিউটারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে দেখতে।  যদিও বিভিন্ন ব্যাবহারকারীগন বিভিন্নভাবে কম্পিউটারকে সাজিয়ে গুছিয়ে রাখেন, তবে এর মধ্যে অন্যতম একটি মজার এরেঞ্জ হচ্ছে ডেস্কটপ আইকনগুলোকে বিভিন্ন Circle, Star, Clock কিংবা Love এর মতো করে সাজানো। আর এই রকমই একটি মজার এবং অসাধারন সফটওয়্যার হচ্ছে “ডেস্কটপ আইকন টয়” যার মাধ্যমে কম্পিউটারের আইকন সমূহকে বিভিন্নভাবে সাজানো এবং এনিমেশন করা সম্ভব।


প্রথমে (১)এখান-থেকে অথবা (২)এখান-থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করে নিন। ইন্সটল করার নিয়ম অন্নান্য এপ্লিকেশন সফ‌টওয়্যারের মতো।
বিঃদ্রঃ- এখানে সকলের সুবিধার্থে দুইটি লিংক দেয়া হয়েছে। এক নাম্বার লিংকের ফাইলটি হলো rar ফরম্যাটের এবং ২ নাম্বার লিংকের ফাইলটি হলো exe। যারা আনজিপ সফটওয়্যার ব্যাবহার করেন না তারা (২)exe ফাইলটি ডাউনলোড করুন।



সফটওয়্যারটি ইন্সটল হবার পর টাস্কবারে “Desktop icon toy” অপশনের উপর রাইট ক্লিক করে Options ক্লিক করুন। ফলে একটি উইন্ডো আসবে।

 


Layout থেকে Layout ড্রপডাউন মেনুতে ক্লিক করে পছন্দ অনুযয়ী যে কোন একটি স্টাইল (যেমন Cross) নির্বাচন করে ok করুন এবং উপভোগ করুন চমৎকার ডেস্কটপ আইকন স্টাইল।

5 comments:

সূর্য়দয় [Reply]

হ্যা! ভাল!

মিমি [Reply]

ওয়াও! আমার পছন্দের একটা সফটওয়্যার দিয়েছেন ভাইয়া।

Abdur Rahim [Reply]

@মিমি
ধন্যবাদ!

Anonymous [Reply]

gooooood.

Anonymous [Reply]

vaia re amito softta namaichi bt kaj hocchena.

Post a Comment