খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, October 8, 2010

সবার জন্য উন্মুক্ত হল গুগলের ইউআরএল শর্টেনার



প্রথমেই বলে রাখি পোস্টটি অভিজ্ঞদের না পড়লেও চলবে, তবে অভিজ্ঞরা সমালোচনা করতে পারেন : ) পরীক্ষামূলকভাবে গতবছরের ডিসেম্বরে প্রথম চালু করা হয়েছিল গুগলের লিংক সংক্ষিপ্তকরন সুবিধা গু.গল। তবে এটির মাধ্যমে সব ব্যবহারকারীই লিংক সংক্ষিপ্ত করার সুবিধা পাননি। গতকাল আনুষ্ঠানিকভাবে সেবাটি সব ব্যবহারকারীর জন্য চালু করেছে প্রতিষ্ঠানটি।



একটি বিবৃতির মাধ্যমে গুগল জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে সেবাটি চালুর ফলে যেকোন ব্যবহারকারীই এর ‘স্ট্যান্ডঅ্যলোন’ ওয়েবসাইট থেকে লিংক সংক্ষিপ্ত করতে পারবেন। প্রচলিত অন্যান্য লিংক সংপ্তিকরণ সেবা থেকে এটি উন্নত, দ্রুতগতির এবং নিরাপদ। গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগ-ইন করে ব্যবহারকারীরা ইউআরএল হিস্টোরি, ট্রাফিক সোর্স, রেফারার এবং ব্রাউজার সম্পর্কিত সব তথ্য পাবেন।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে বার্তা প্রকাশ করার জন্যই লিংক সংপ্তিকরণ সুবিধা বেশি ব্যবহƒত হয়ে থাকে। গুগলের এ চালুর ফলে প্রতিযোগি সেবাদানকারী প্রতিষ্ঠান বিট.লি শক্ত প্রতিদ্বন্দীতার মুখোমুখি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।
কিভাবে লিংক সংক্ষিপ্ত করবেন?
প্রথমে গু.গল ওয়েবসাইটে যান। এবার আপনি যে লিংকটি সংক্ষিপ্ত করতে চান সেটি কপি করে এনে সাইটটির মাঝখানে Paste your long URL here: লেখা বক্সে পেস্ট করে দিন। Shorten লেখা বাটনে ক্লিক করুন। পাশেই দেখবেন আপনার লিংকটি সংক্ষিপ্ত ভাবে রয়েছে। লিংকটটি ঠিক এরকম থাকবে.  http://goo.gl/yourname। লিংকটি কপি করে যেখানে খুশি পেস্ট করুন।




কেনো লিংক সংপ্তি করবেন?
মাইক্রোব্লগিং সাইট টুইটারে সর্বোচ্চ ১৪০ সংখ্যা (ক্যারেক্টার) শেয়ার করা যায়। আর তাই সাইটটিতে বড় ধরণের কোন লিংক যদি শেয়ার করতে হয় তবে সাহায্য নিতে হয় লিংক শর্টেনার সেবা’র। যেমন আপনি হয়ত আইটি ওয়াল্ড লিংকটা টুইটারের মাধ্যমে শেয়ার করবেন, এটি হয়ত সহজেই করা যাবে কারণ আইটি ওয়াল্ড’র লিংক টা ১৪০ সংখ্যার কম। কিন্তু বিপত্তিতে পড়বেন যদি ১৪০ সংখ্যার বড় কোন লিংক শেয়ার করতে গেলে। যেমন আজ ইয়াহু নিউজে আমি এইচপি সংক্রান্ত একটি সংবাদ পড়লাম যার লিংকটিতে ২৬৮ টি সংখ্যা রয়েছে। এই সংবাদের লিংকটি যদি টুইটারে শেয়ার করতে হয় তাহলে কি করবেন??? এেেত্রই আমাদের লিংক সংপ্তিকরণ সেবার সহায়তা নিতে হয়। ব্লগসাইট বা ওয়েবসাইটে লিংক সহজে শেয়ার করার জন্যও অনেকে এ সেবা ব্যবহার করে থাকেন।
আরোও কিছু লিংক সংপ্তিকরণ সাইট
এ ওয়েবসাইট গুলো থেকেও লিংক সংক্ষিপ্ত করতে পারবেন
১. এল৪এ.ইন
২. আইএস.জিডি
৩. টু.লি
৪. এমআরটিই
৫. টন.সসি
কোন সমস্যা হলে বা প্রশ্ন থাকলে জানাতে পারেন। আশা করছি সমাধান পেয়ে যাবেন শীঘ্রই।

3 comments:

মিমি [Reply]

ভাল তবে এর থেকে ডট টিকে ডোমেইন নেম ভাল যেটি আপনি ব্যবহার করেন।

মতিন [Reply]

কাজে লাগতে পারে। ধন্যবাদ

Badhon [Reply]

Good. But .tk is better. Ok i will try it.

Post a Comment