খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Saturday, November 13, 2010

আপনার ব্লগ অটোমেটিক Read more ফাংশন ব্যবহার করুন খুব সহজেই (Updated)


সবাই কেমন আছেন । আমি আজ যে বিষয় টা নিয়ে লিখতে বসেছি তা হয়ত অনেকেই জানেন , তবে যারা ব্লগার নতুন ব্যবহার করছেন তাদের অনেক কাজে আসবে বলে আমার মনে হয় ।
আমরা সবাই চাই ব্লগের হোম পেজটা অনেক সুন্দর থাকুক। প্রথম পেজেই যদি সম্পূর্ণ পোস্টটি থাকে তাহলে হোম পেজটা অনেক বড় হয়ে যায় এবং ব্লগটা গোছানো মনে হয় না। আর এটা আপনি খুব সহজেই করতে পারেন  automatic Read more function (ডিমো) দিয়ে।

আপনি যদি এটা পেতে চান তা হলে নিম্নের ধাপ গুলো অনুসরন করুন ।

ধাপ সমুহ :

1.আপনার ব্লগার একাউন্ট এ লগ ইন করুন ।
2.তার পর ক্লিক করুন Layout >>  Edit HTML ।

3.এবার নিম্নের কোডটি fine করুন (টিপস : কোডটি না পেলে মজিলা এর এডিট অনুশন্ধান অথবা Ctrl + F অপশন ব্যবহার করুন ) ।
 

</head>



4.এবার নিম্নের কোডটি কপি করুন, যে কোড টি খুজে বের করলেন তার উপরে পেস্ট করুন ।



<script type='text/javascript'> var thumbnail_mode = &quot;no-float&quot; ; summary_noimg = 430; summary_img = 340; img_thumb_height = 100; img_thumb_width = 120; </script>
<script type='text/javascript'>
//<![CDATA[
function removeHtmlTag(strx,chop){
if(strx.indexOf("<")!=-1)
{
var s = strx.split("<");
for(var i=0;i<s.length;i++){
if(s[i].indexOf(">")!=-1){
s[i] = s[i].substring(s[i].indexOf(">")+1,s[i].length);
}
}
strx = s.join("");
}
chop = (chop < strx.length-1) ? chop : strx.length-2;
while(strx.charAt(chop-1)!=' ' && strx.indexOf(' ',chop)!=-1) chop++;
strx = strx.substring(0,chop-1);
return strx+'...';
}
function createSummaryAndThumb(pID){
var div = document.getElementById(pID);
var imgtag = "";
var img = div.getElementsByTagName("img");
var summ = summary_noimg;
if(img.length>=1) {
imgtag = '<span style="float:left; padding:0px 10px 5px 0px;"><img src="'+img[0].src+'" width="'+img_thumb_width+'px" height="'+img_thumb_height+'px"/></span>';
summ = summary_img;
}
var summary = imgtag + '<div>' + removeHtmlTag(div.innerHTML,summ) + '</div>';
div.innerHTML = summary;
}
//]]>
</script> 


5.এখন  নিম্নের কোডটি Find করুন (টিপস : কোডটি না পেলে মজিলা এর এডিট অনুশন্ধান অথবা Ctrl + F অপশন ব্যবহার করুন ) ।

<data:post.body/>

6.এবার নিম্নের কোডটি কপি করুন , যে কোড টি খুজে বের করলেন তার পরিবর্তে পেস্ট করুন ।


<b:if cond='data:blog.pageType != &quot;item&quot;'>
<div expr:id='&quot;summary&quot; + data:post.id'><data:post.body/></div>
<script type='text/javascript'>createSummaryAndThumb(&quot;summary<data:post.id/>&quot;);
</script>
<span class='rmlink' style='float:right;padding-top:20px;'>
<a expr:href='data:post.url'>»»  read more</a></span>
</b:if>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'><data:post.body/>
</b:if>


7.এবার SAVE TEMPLATE ক্লিক করুন ।
টিউন টা যদি কাজে আছে বা অন্য কোন প্রশ্ন থাকে তবে অব্যশই কমেন্ট করে জানাবেন ।

6 comments:

মিমি [Reply]

আপডেট করার জন্য ধন্যবাদ।

রাজু [Reply]

আগের পোষ্টার ডাউনলোড লিংটা কাজ করছিলো না। তাই এই সিস্টেমটি ব্যবহার করতে পারি নি। আপডেট করার ফলে অনেকেরই উপকার হবে। যেমনটা আমার হয়েছে। ধন্যবাদ।

Iqra [Reply]

আমি layout খুজে পেলাম না।

Abdur Rahim [Reply]

@Dr.Shamim
ভাই। এখানে Layout বলতে Design ট্যাবকে বলা হয়েছে।

SKR Ahmed [Reply]

আমি কোডটা খুজে পাচ্ছি না ।
আমি একটা টেমপ্লেট ডাউনলোড করে আমার ব্লগে সেট করেছি।
সেজন্যই কি কোডটা খুজে পেলাম না ।
নাকি আন্য কোন কারন আছে। প্লিজ একটু বলবেন।
আমার ব্লগ → http://mediaworldbd.blogspot.com/

Unknown [Reply]

100% kaj hoyese......thanks apnakey.

Post a Comment