আশা করি সবাই ভালো আছেন। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে দেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমাদের এই সোনার বাংলাকে শত্রু মুক্ত করে। ডিসেম্বরের শুরু থেকেই বাংলালিঙ্কের "জাগরনের গান" এর বিজ্ঞাপন টিভিতে শুনে আসছিলাম। আজ হঠাৎ করেই মনে পড়ে গেল যে এটা আপনাদের সাথে শেয়ার করলে মন্দ হয় না। এই জাগরনের গান আপনারা বাজার থেকেই কিনতে পারবেন। এটা ছয়টি ডিস্ক মিলে বাজারে ছাড়া হয়েছে। কিন্তু যেহেতু এটা আইটি ওয়াল্ড সেহেতু এখানে আপনাদের জন্য সবকিছুই ফ্রীতে শেয়ার করা হবে। আপনারা হয়তবা এটা নিয়ে ইন্টারনেটে সার্চ করেছেন হয়তো বা ব্যর্থও হয়েছেন। যা হোক চিন্তার কিছুই নেই। নিচে ছয়টি ডিস্কের গান একটি একটি করে লিং দেওয়া হলো আপনার প্রয়োজনে গানগুলো ডাউনলোড করে নিন।
[বিঃদ্রঃ গানগুলো ডাউনলোড করার জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে হবে। এ জন্য ডাউনলোড ম্যানেজার না থাকলে এখানে ক্লীক করে ডাউনলোড করে নিন।]
জাগরনের গান সিডিঃ ১
- আমার সোনার বাংলা
- আজি সপ্ত সাগর
- দুর্গম গিরি কান্তার মরু
- এক সাগর রক্তের বিনিময়ে
- গেরিলা আমরা – আমরা গেরিলা
- জনতার সংগ্রাম চলবেই
- মাগো ভাবনা কেনো
- মোদের গরব মোদের আশা
- রাষ্ট্র ভাষা আন্দোলন
- রক্তের প্রতিশোধ রক্তেই নেবো
- সোনায় মোড়ানো বাংলা
জাগরনের গান সিডিঃ ২
- আমি যুগে যুগে
- আমরা করব জয়
- বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ
- ভেবো না গো মা
- বাংলার মাটি বাংলার জল
- বিপ্লবের রক্ত রাঙা
- ধন ধান্যে পুষ্পে ভরা
- এক নদী রক্ত পেরিয়ে
- রক্ত শিমুল তপ্ত পলাশ
- তারা হল এই দেহের সাগর
জাগরনের গান সিডিঃ ৩
- এই শিকল পড়া ছল
- বিজয় নিশান উড়ছে ওই
- দাম দিয়ে কিনেছি বাংলা
- ধিতাং ধিতাং বলে
- ঘুমের দেশে ঘুম ভাঙাতে
- জন্ম আমার ধন্য হল
- জনতার মুখগুলি
- লাঞ্ছিত নিপীড়ীত জনতার জয়
- মাগো তোমার সোনা মানিক
- ও আমার দেশের মাটি
- ওরে বিষম দরিয়ার ঢেউ
- পতাকা আমার মায়ের মুখের মত
জাগরনের গান সিডিঃ ৪
- আগুন নিভাইবো কে রে
- আজি বাংলাদেশের হৃদয় হতে
- হিমালয় থেকে সুন্দরবন
- কারার ঐ লৌহ কপাট
- লোঙর ছাড়িয়া নাউয়ের
- মাঠে মাঠে সোনালী ধান
- নাম তার ছিল জন হেনরি
- নোঙর তোল তোল
- ও আমার বাংলা মা তোর
- রক্তে আমার আবার প্রলয় দোলা
- সোনা সোনা সোনা
জাগরনের গান সিডিঃ ৫
- এই পতাকা শ্রমিকের রক্ত পতাকা
- ব্যর্থ প্রাণের আবর্জনা
- বিচারপতি তোমার বিচার
- চাষাদের মুটেদের মজুরের
- ডিম পাড়ে হাসে খায় বাগডাশে
- একবার যেতে দেনা আমায়
- মোরা একটি ফুলকে
- মুক্তির মন্দির সোপন তোলে
- ও মাঝি নাও ছাড়িয়া দে
- ওরা আমার মুখের ভাষা
- ওরা লম্বা লম্বা কথা বলে
- ফুল খেলবার দিন নয়
জাগরনের গান সিডিঃ ৬
- আমার প্রতিবাদের ভাষা
- আমার পূবে পশ্চিমে
- আমার ভাইয়ের রক্তে
- হেই সামলো ধান ও
- জয় বাংলা বাংলার জয়
- লক্ষ লক্ষ হাতে
- ও দুনিয়ার মজদুর ভাই
- ওরা আমাদের গান গাইতে দেয় না
- পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
- সালাম সালাম হাজার সালাম
- সার্থক জনম আমার
- শোন একটি মুজিবরের
সবাইকে অনেক ধন্যবাদ আইটি ওয়াল্ডের সাথে থাকার জন্য। পরিশেষে শুধু একটি কথাই বলবো আর সেটা হলো দেশকে ভালো বাসুন, দেশের মানুষকে ভালো বাসুন, দেশের উন্নতি করার জন্য দৃঢ় প্রচেষ্টা করুন এবং দেশকে ভালোবাসুন।
ধন্যবাদ।
-মোঃ আব্দুর রহিম
2 comments:
Dear Abdur Rahim bhai, prothome khoma cheye nicci ai jonno je ami comment ti bangla te dite pari ne, kenona ai muhurte amr kache bangla likhar kono software nae.
jai hok, amar mota mot holo "jagoron er gaan" namon 6 ti CD je prokashito hoyeche, sob gulo onek koster fol abong er maiddhome orjito sokol ortho kintu ekta mohot uddesse baboharito hocche, asa kori eta apanr jana ache.
so amr mote, amader sokol er uchit manush jon der ai CD gulo taka r binimoye kinte utshahito kora.
kom pokkhe ai CD gulo interneter maiddhome othoba onno kono vabe share kora ta kintu piracy r porjaye pore jai, abong er fole ai CD gulo toirar sathe jorito abong sokol gaan er soinik ra kintu khotir shommukkhin hocche
asa kori apni bishoy ta bujhte perechen.
ami jemon nije 6 ta CD kinechi sae sathe amr koiekta bondhu der o kinte bolechi. apni o chaile ai kaj ta korte paren.
doya kore post ta remove kore den.
IT World er sathe achi thakbo.
valo thakben
ভাই আমি অত্যান্ত দুঃখিত। কারণ এই জাগরণের গান আমার জানা মতে অনেকদিন আগেই সবার হাতের নাগালে চলে এসেছে।
Post a Comment