খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Monday, January 31, 2011

আজব! আপলোড করবেন একটি ওয়েব সাইটে আর হোষ্টিং হবে ১৪টি ওয়েব সাইটে!


আমার যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের প্রতিনিয়ত বিভিন্ন প্রকার ফাইল আপলোড/ডাউনলোড করতে হয়। সেক্ষেত্রে বেশীরভাগ সময় বিভিন্ন হোস্টিং সাইট থেকে আমরা আপলোড বা ডাউনলোড করে থাকি। যেমন:-Rapidshare, Hotfile, MediaFire, Megaupload, EasyShare, DepositFiles, Uploading, Sharingmatrix, Filefactory ইত্যাদি সাইট থেকে। টেকটিউন্সে অনেক টিউনার আছে যারা বিভিন্ন সফটয়্যার বা ফাইলের ডাউনলোড লিঙ্ক ব্যবহার করে থাকেন তাদের টিউনে। আবার অনেক পাঠক বা ভিজিটরের সেই লিঙ্ক থেকে ডাউনলোড করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় ফলে বিকল্প ডাউনলোড লিঙ্কের দেবার প্রস্তাব করে। তখন অবশ্যয় ভিজিটর এবং টিউনার উভয়ের মেজাজ খাপার হয়। একই ফাইল এক এক করে বিভিন্ন হোস্টিং সাইটে আপলোড করা যেমন টিউনার বা আপলোডারের সময়ের প্রয়োজন তেমনি একেক জনের কাছে একেক হোস্টিং সাইট প্রিয়… কারো কাছে মিডিয়াফায়ার বেস্ট অথবা হটফাইল বেস্টicon smile আপলোড বা ডাউনলোডের সমস্যা থেকে চিরমুক্তি!! এক সাইটে আপনার ফাইল আপলোড করুন... শেয়ার হবে জনপ্রিয় ১৪ টি হোস্টিং সাইটে <(((((((((◕‿◕)⊰ | Techtunes


এ সকল সমস্যা এখন আর থাকবে না। এখন আপনি একটি সাইটে ফাইল আপলোড করবেন এবং তার বিনিময়ে পাবেন আপনার পছন্দের এবং জনপ্রিয় ১৪ টি হোস্টিং সাইটের ফাইল ডাউনলোড লিঙ্ক। এতে আপনার সময় বাচঁবে এবং ফাইল ডাউনলোডে সমস্যা হবেনা।

সাইটটি হলো MirrorCreator.com

এই সাইটে কোন প্রকার রেজিষ্টেশন করতে হবে না বা প্রিমিয়াম সদস্য হবার প্রযোজন নেই। শুধু মাত্র ওয়েব সাইট’টি তে প্রবেশ করে আপনার ফাইল আপলোড করুন এবং আপনার পছন্দের হোস্টিং সাইটগুলো নির্বাচন করে দিন। সব জনপ্রিয় হোস্টিং সাইটের তালিকা থেকে আপনার পছন্দের যে কোন ১৪ টি সাইট নিবার্চন করতে পারবেন।


আপনার ফাইল’টি আপলোড হবার পর স্বয়ংক্রিয় ভাবে আপনার নির্বাচিত হোস্টিং সাইটের ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন।





আপলোডারের সময় / ব্যান্ডউইথ বাচাঁবে। ডাউনলোডার তার পছন্দমত হোস্টিং সাইট থেকে ফাইল ডাউনলোড করতে পারবে সহজেই। আরো জানতে এখানে দেখতে পারেন।

0 comments:

Post a Comment