আমরা কম বেশি সবাই চাই যে, আমাদের Important data গুলো পেন ড্রাইভ অথবা সিডি-তে সেভ থাকুক যাতে করে অন্যরা এদের অপব্যবহার না করে। আর এই জন্য আমারা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের সফটওয়্যার। কিন্তু আমি আজ যে সফটওয়্যার-এর সন্ধান দিচ্ছি তা হল এটি দিয়ে খুব সহজে আপনি PASSWORD PROTECTED PEN DRIVE/CD তৈরি করতে পারবেন। এবং এটির ব্যবহার খুব সহজ কিন্তু আপনাকে ৯৯.৯৯% কাজ দিবে আপনার important data গুলোকে Password protected করতে। আর দেরি না করে দেখিয়ে দিই কিভাবে ?
- প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করুন ফ্রিতে। (3.49 MB)
- ডাউনলোড শেষে এটিকে ইন্সটল করে ওপেন করুন। নিচের মত একটি ছবি আসবে
- এখন এইখান থেকে “New volume” -এ ক্লিক করুন এবং ধাপে ধাপে এগিয়ে এই Wizard টি শেষ করুন
- এখন Safehouse explorer থেকে আপনার তৈরি করা “New Volume” টি অপেন করুন। দেখবেন যে এখন আপনাকে PASSWORD দিতে বলবে।
- এইতো গেল Volume তৈরি করার কাজ। এখন আপনাকে একে পেন ড্রাইভে অথবা সিডিতে নিতে হবে।
- এই কাজটি করার জন্য আপনি Safehouse explore থেকে Tools >Copy file to memory stick অপশনে যান এবং “Copy programs file” সিলেক্ট করে আপনার HDD-এ সেভ করুন।
- এখন আপনার সেভ করা Safehouse explore.exe এবং আগের তৈরি করা “New volume“ সহ আপনার পেন ড্রাইভে কপি করে নিন অথবা সিডিতে Burn করে নিন।
0 comments:
Post a Comment