খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, February 25, 2011

ডোমেইন নেমকে ছোট করে ফেলুন খুব সহজেই [.tk]


আসসালামুআলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। এই পোষ্টা করা হয়েছে রাসেল [রনি] এবং ছোট উস্তাদ ভাইয়ের অনুরোধে। আপনারা হয়তবা শিরনাম দেখেই বুঝতে পেরেছেন যে আমি এখন কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের মধ্যে অনেকেরই একটা না একটা ওয়েব সাইট আছে। কারো বা ব্লগারে আবার কারো বা ওয়ার্ডপ্রেস এ। কিন্তু ব্লগারে ওয়েব সাইট বানালে ডোমেইনটা ঠিক এরকমঃ www.name.blogspot.com । কিন্তু ভিডিটররা এতো বড় ওয়েব সাইটের নাম মনে রাখতে পারে/পারবে না এছাড়াও এটা বেশ একটা ঝামেলার বিষয়। আপনারা আপনার ওয়েব সাইটের ডোমেইনকে ভুব সহজেই ছোট করতে পারেন। অথবা Full ডোমেইন এ রুপান্তরিত করতে পারেন। কিন্তু এটা একটা ফ্রী ডোমেইন। তাহলে আসুন মহান আল্লাহর নামে পোষ্টা শুরু করি।
আর একটা কথা এটা যেহেতু ফ্রী ডোমেইন সেহেতু যদি আপনার ওয়েব সাইটে ৯০ দিনে ২৫ বার হিট না হলে ডোমেইন নেমটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে।

ওয়েব সাইটটির সম্পর্কে কিছু কথাঃ
নামঃ Dot TK
ওয়েব সাইটঃ www.dot.tk
সার্ভিসঃ ফ্রী এবং পেইড

যেভাবে ডোমেইনটিকে ছোট করবেনঃ
১. ধরুন আপনার ওয়েব সাইটটির এড্রেস হলো
www.download-zone-bd.blogspot.com
২. এবার এই ওয়েব সাইটে যান।
৩. সেখানে একটা বক্স দেখতে পাবেন। বক্সটিতে আপনার মেইন ওয়েব সাইটটির এড্রেসটি লিখুন। Next বাটনে ক্লীক করুন।




৪. এবার আপনার ওয়েব সাইটের ছোট ডোমেইনএর এড্রেসটি লিখুন [শেষে .tk লিখতে ভুলবেন না যেন ] । এবং ক্যাপচা পুরণ করে Next বাটনে ক্লীক করুন। যেমনঃ DOWNLOAD-ZONEBD.TK
চিত্রঃ
 



৪. যদি আপনার এড্রেসটি Available হয় তাহলে নিচের ছবির মতো আসবে। Available না হলে আবার নতুন নামে চেষ্টা করুন। 



৫. Free domain রেডিও বাটনে ক্লীক করে Next এ ক্লীক করুন।



৬. Your E-mail address এ আপনার আপনার ইমেইলটা দিন। এবার Next এ ক্লীক করুন।



৭. এবার রেজিষ্টেশন করুন। আপনার ইমেইল এড্রেসটা, পাশওয়ার্ড এবং কনফর্ম পাশওয়ার্ড লিখে Next এ ক্লীক করুন।  



৮. ব্যাস কাজ শেষ। এখন আপনার মেইলে যান। সেখানে একটা লিং দেখতে পাবেন। লিংটিতে ক্লীক করে আপনার ডোমেইন নেমটা activate করে নিন। activate হয়ে গেলে আপনার ডোমেইন নেমটা দেখুনঃ www.download-zonebd.tk । দেখবেন উক্ত সাইটে ঢুকলে আপনাকে আপনার আসল ওয়েব সাইটে নিয়ে যাবে।

আশাকরি সবার বুঝতে কোন রকম সমস্যা হয় নি। ভালো লাগলে বা প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন।
-মোঃ আব্দুর রহিম

3 comments:

দুরন্ত ছেলে [Reply]

ব্লগারদের জন্য সত্যই অনেক কাজের। ধন্যবাদ।

xpshahadat007 [Reply]

darun post. comments korar option desen kintu like korar option dan ni kano. delay valo hoto.

Abdur Rahim [Reply]

@xpshahadat007 like করার অপশন তো রয়েছে Man .. পোষ্টের শেষে "লেখাটি আপনার পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুনঃ" টির নিচেই Like & Share বাটন দেখতে পাবেন। মতামতের জন্য আপনাকে ধন্যবাদ ..

Post a Comment