খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, March 10, 2011

ফেসবুকে চ্যাটিং করার সময় লেখাকে দিন ভিন্নমাত্রা!

বিসমিল্লাহীর রহমানীর রাহিম



আমারা অনেকেই ফেসবুকে চ্যাটিং করি। কিন্তু অনেকেই চ্যাটিং করার সময় লেখাকে Bold বা মোটা করতে চান। কিন্তু অনেকে হয়তবা না জানার কারণে এটি করতে পারেন না। আমি এই পোষ্টে ফেসবুকে চ্যাটিং করার সময় কীভাবে লেখাকে মোটা বা লেখার নিচে লাইন দিতে হবে সেটি আলোচনা করবো।

মোটা করার জন্যঃ
১. লেখাকে মোটা করার জন্য লিখুন ** এবং এর দুই স্টারের মাঝখানে আপনার লেখাটি লিখে ইন্টার দিলেই লেখাটি মোটা হয়ে যাবে। যেমন ধরুনঃ *Hi* তাহলে লেখাটি হবে Hi এ রকম।

২. লেখার নিচে লাইন দিতে হলে _ _ এর মাঝখানে আপনার লেখাটি লিখে ইন্টার দিলেই লেখাটির নিচে লাইন হয়ে যাবে। যেমন ধরুনঃ _How are you_ তাহলে লেখাটি হবে How are you এ রকম।

৩. এখন ধরুন মোটা এবং লাইন একসাথে দিবেন তাহলে *_ _* এর মাঝখানে আপনার লেখাটি লিখে ইন্টার দিলেই লেখাটি মোটা এবং লাইন হয়ে যাবে। যেমন ধরুনঃ *_Hi_* তাহলে লেখাটি হবে Hi এ রকম।

তবে একটা কথা বাংলা লেখাকে মোটা করা যাবে না। শুধু লেখার নিচে লাইন দেওয়া যাবে।

ধন্যবাদ.......

1 comments:

Anonymous [Reply]

Stock Vector - Calligraphic Design Elements 2......vai je vabe paren ai software ta upload drn.....please please

Post a Comment