খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, March 17, 2011

গ্রাফিক্স ডিজাইনারদের কাজের জন্য অনেক ডিজাইন !!

বিসমিল্লাহীর রহমানীর রাহীম


আশাকরি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা যারা গ্রাফিক্স নিয়ে কাজ করি তাদের প্রায়ই কোন না কোন সময়, কোন না কোন কাজে ডিজাইন করার জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরণের ডিজাইন। মুলত একটি কার্ড বা বই এর কভারকে ফুটিয়ে তোলে সেই বইটির ডিজাইন। আর এটা একজন গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অত্যান্ত বড় একটা চ্যালেঞ্জ। আমি নিজে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে এই জিনিষটা অত্যান্ত ভালো ভাবে বুঝি। কারণ যদি একজন গ্রাফিক্স ডিজাইনার তার কাজটিকে ভালো ভাবে মানুষের কাছে ফুটিয়ে না তুলতে পারে তাহলে সে যে একজন গ্রাফিক্স ডিজাইনার সেটা আর সোভা পায় না। তাই সে কারনেই আমার এখনকার পোষ্ট। পোষ্টা করার জন্য অনুরোধ করেছিল রিপন ভাই। আমি এখন আপনাদের সাথে যে ক্লিপগুলো শেয়ার করছি এগুলো ইলাস্টেটর ফরমেটে আছে আর সাথে প্রিভিউ রয়েছে। আপনাদের সুবিধার্থে নিজে প্রিভিউগুলো দেখানো হলো:







ডাউনলোড:




আশা করি আপনার ভালো লেগেছে.....

1 comments:

Repon [Reply]

Rahim vai,Thanks,Thanks a lot for keeping my request....

Post a Comment