বিসমিল্লাহীর রহমানীর রাহিম
ফটোশপ সম্পর্কে আমাদের অধিকাংশ মানুষেরই ধারণা আছে। আমরা সবাই জানি যে গ্রাফিক্সের কাজ করার জন্য ফটোশপ একটা পারফেট সফটওয়্যার। ফটোশপ দিয়ে গ্রাফিক্সের নানান কাজ খুব সহজেই ফুটিয়ে তোলা যায়। এখন আমি আপনাদের সাথে ফটোশপের একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করবো। এটাকে 3D Text বা ত্রীমাত্রিক লেখাও বলে। অনেকে ফটোশপে 3D Text তৈরী করাকে খুবই কঠিন মনে করে। কিন্তু যদি আপনারা একটু বুদ্ধি খানানোর চেষ্টা করেন তাহলে আপনারা এটা খুব সহজেই তৈরী করতে পারেন। আমি প্রতিটি ধাপ চিত্র সহকারে আপনাদের ইনসাআল্লাহ বোঝানোর চেষ্টা করবো।
প্রথমে আসুন দেখে নেই এটা দেখতে কেমনঃ
এবার আসুন তৈরী করিঃ
১. প্রথমে ফটোশপে 1024x768 সাইজের একটি নতুন ডকুমেন্ট তৈরী করুন। এবং এর ব্যাকগ্রাউন্ড White র্নিবাচন করুন।২. টেক্সট টুল নিয়ে একটা লেখা লিখুন। লেখাটি প্রয়োজন মতো ছোট বা বড় করে নিন।
৩. লেখাটির লেয়ারে রাইট ক্লীক করে Rasterize Layer এ ক্লীক করুন।
৪. Edit => Transform => Perspective এ ক্লীক করুন।
এবার নিচের ছবির মতো লেখাটি একটু বেকে দিন তারপর ইন্টার কী চাপুন।
৫. এখন Ctrl+J চাপুন। ফলে লেয়ারটি ডুবলিকেট হয়ে যাবে। এবং এরো কী একবার চেপে লেখাটি একটু নিচে নিয়ে আসুন। এভাবে ৮ থেকে ১০ বার লেয়ারটি ডুবলিকেট করুন এবং এক এক করে নিচে নিয়ে আসুন। এই ধাপটি যদি আপনি ভালো ভাবে সম্পন্ন করতে পারেন তাহলে আপনার লেখাটি নিচের ছবির মতো দেখাবেঃ
৬. এখন আপনার মেইন লেয়ারটি সিলেক্ট করুন। এখানে মেইন লেয়ার টি সবশেষে পাবেন। নিচের ছবিটি দেখুনঃ
৭. মেইন লেয়ারটি সবগুলো লেয়ারএর উপরে নিয়ে আসুন।
৮. এখন নিচের সবগুলো লেয়ারে লিং করুন।
৯. লেয়ার এর কোনায় তীর চিহ্নে ক্লীক করে Merge Linked এ ক্লীক করুন। ফলে সবগুলো লিং করা লেয়ার একসাথে সংযুক্ত হয়ে যাবে।
১০. এখন লেয়ারটিতে রাইট ক্লীক করে Blending Options এ ক্লীক করুন। এরপর নিচের ছবির মতো সেটিংস করে দিন।
১১. তারপর OK বাটনে ক্লীক করে বেরিয়ে আসুন। এখন লেখাটি দেখতে নিচের ছবির মতো হবে।
১৩. এখন মেইন লেয়ারটিতে রাইট ক্লীক করে Blending Options এ ক্লীক করুন। এরপর নিচের ছবির মতো সেটিংস করে দিন।
সবশেষে রেজাল্ট আসবে:
আমার বিশ্বাস যদি আপনার সবগুলো ধাপ সঠিক ভাবে অনসরণ করেন তাহলে আপনারাও এ রকম ডিজাইন তৈরী করতে পারবেন। কোন সমস্যা বা ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না যেন।
ধন্যবাদ
-মোঃ আব্দুর রহিম
0 comments:
Post a Comment