খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, March 10, 2011

স্ত্রীনশট নেওয়ার জন্য চমৎকার একটা সফটওয়্যার!

বিসমিল্লাহীর রহমানীর রাহিম

অনেক দিন ধরেই বোরহান ভাই আমাকে অনুরোধ করছিলেন যে এই পোষ্টা করতে। কিন্তু পড়াশোনা এবং নানান ব্যস্ততার কারনে পোষ্টটা আর করা হয়ে ওঠেনি। আজ সময় পেলাম। সেজন্য দেরী না করে লিখতে বসে গেলাম। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা কম্পিউটারের স্ক্রীন এর ছবি তুলতে ও ভিডিও করতে পারবেন। এই পোষ্টিতে কিভাবে ছবি তুলতে হবে সে সম্পর্কে আলোচনা করবো।

প্রথমে সফটওয়্যারটা ডাউনলোড করুনঃ




যেভাবে ফুলভারসন করবেনঃ
১. সফটওয়্যারটা সেটআপ দিন।
২. Register বাটনে ক্লীক করুন।



৩. ডাউনলোড কৃত ফোল্ডারের ভিতরে Serial.txt ফাইলটি Open করুন।
৪. নাম ও সিরিয়াল কপি করুন। এবং রেজিষ্টার বক্সে পেষ্ট করুন। প্রয়োজনে নিচের ছবিটি দেখুন।



৫. Ok বাটনে ক্লীক করুন।
৬. এখন কম্পিউটার রিস্টার্ট দিলেই সফটওয়্যারটা ফুলভাসন হয়ে যাবে।

যেভাবে স্ক্রীনশট নেবেনঃ
১. সফটওয়্যারটা চালু করুন।
২. এবার Full Screen বাটনে ক্লীক করুন। ফলে আপনার স্ক্রীনের ছবি তুলবে




অথবা Shape বাটনে ক্লীক করুন। যতটুকু দরকার সিলেক্ট করে ক্লীক করলেই স্ক্রীনশট তুলবে।



৩. এখন Save বাটনে ক্লীক করে স্ক্রীনশটটা সংরক্ষন করুন।




আশা করি আপনাদের কাজে লাগবে......

কাজে লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না যেন।
ধন্যবাদ..
-মোঃ আব্দুর রহিম

3 comments:

Anonymous [Reply]

osadaron
thank u

Anonymous [Reply]

assalamu alikum
how r u
fine,boss...
valo hoe se...


www.borhan-info.co.cc

Abdur Rahim [Reply]

@Anonymous
আপনাকে অনেক ধন্যবাদ.....

Post a Comment