বিসমিল্লাহির রহমানীর রাহিম
অভ্র? অভ্র সম্পর্কে মনে হয় আমার আর নতুন করে কিছু বলার নেই। তবু সাধারণ ধারণা দিতে তো হবেই। মুলত অভ্র হলো একটি প্রতিষ্ঠান যেটি বাংলাকে আরো সহজ এবং সুন্দর ভাবে উপস্থাপন এবং উন্নত করার জন্য তৈরী করে অভ্র কীবোর্ড। সত্যি বলতে এটা বিজয়ের চেয়ে একধাপ এগিয়ে কারণ অভ্র ইউনিকোড সাপোর্ট করে। যাহোক কাজের কথায় আসি। আমি এখন আপনাদের সামনে অভ্রর কনভারেটর সম্পর্কে পরিচয় করিয়ে দিব। আপনারা এই কনভারেটরটা দিয়ে কোন লেখাকে বিজয় বা অন্য কোন অপশন থেকে ইউনিকোডে কনভার্ট করতে পারবেন।
আমার মতে এই পোষ্টা বিশেষ করে তাদের জন্য উপকারী যারা বিজয়ে বেশি লেখালেখি করেন এবং ইউনিকোড সম্পর্কে যাদের বেশি একটা ধারণা নেই।
কাজঃ
১. কোন লেখা কপি করে সফটওয়্যারের পেষ্ট করেও কনভার্ট করা যাবে।
২. কোন টেক্সট ডকুমেন্ট সিলেক্ট করেও কনভার্ট করা যাবে।
৩. কোন ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করেও কনভার্ট করা যাবে।
৪. কোন এক্সেল ডকুমেন্ট সিলেক্ট করেও কনভার্ট করা যাবে।
২. কোন ডাটাবেজ সিলেক্ট করেও কনভার্ট করা যাবে।
মনে করুন আপনি লেখা কপি করে সফটওয়্যারের পেষ্ট করে কনভার্ট করবেন। তাহলে সফটওয়্যারটা চালু করুন।
১. Past some Text from my Document and Convert it সিলেক্ট করে Go বাটনে ক্লীক করুন।
২. এখন আপনার লেখাটি কপি করে পেষ্ট করুন।
৩. সবশেষ Convert বাটনে ক্লীক করলেই টেক্সট লেখাটা ইউনিকোডে পরিবর্তন হয়ে যাবে।
এখন লেখাটা যেকোন ব্লগে বা যে কোন যায়গায় ব্যবহার করতে পারবেন।
ডাউনলোডঃ

কোন সমস্যা বা বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানাতে পারেন...
ধন্যবাদ...
2 comments:
এত কস্ট, ডাঃ শামিম
@Anonymous
কষ্ট? আমার কাছে তো এটাই অনেক ভালো লাগে... আপনাকে ধন্যবাদ.....
Post a Comment