বিসমিল্লাহীর রহমানীর রাহিম
আশাকরি সবাই ভালো আছেন। আশা করি সবাই Send To মেনুর সাথে পরিচিত। যদি মনে না পড়ে তাহলে হয়তবা নিচের ছবিটি দেখলেই আশা করি মনে পড়ে যাবে।
কী মনে পড়েছে? যাহোক তাহলে এখন আসল কথায় আসা যাক। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি ট্রিকস নিয়ে। আমারা যখন উইন্ডোজ এক্সপিতে কোন ফাইলের উপর রাইট ক্লীক করি। তখন একটা মেনু বের হয়। মেনুতে কাট,কপি,পেষ্ট ইত্যাদি অপশন ছাড়াও আরো একটি অপশন থাকে যেটি অধিকাংশ মানুষেরাই বেশি ব্যবহার করে থাকেন। আমি এখন আপনাদের শেখাবো Send To মেনুতে আপনার নিজের ফোল্ডার যুক্ত করবেন। যাতে আপনি আপনার কম্পিউটারের যেখানে থাকুন না কেন যেকোন ফাইল খুব সহজেই আপনার ফোল্ডারটিতে পাঠিয়ে দিতে পারবেন। এজন্য নিচে ধাপগুলো অনুসরন করুনঃ
১. Start মেনু >> Run এ ক্লীক করুন।
২. Sendto লিখে ইন্টার প্রেস করুন।
৩. এবার আপনি যেই ফোল্ডার সংযুক্ত করতে চান সেটির একটা শর্টকাট তৈরী করুন।
৪. Sendto লিখে ইন্টারপ্রেস করারর যে উইন্ডো আসবে সেটিতে শর্টকাটটি পেষ্ট করে দিন।
৫. ব্যাস কাজ শেষ।
এবার থাকে আপনি যখনই কোন ফাইলে রাইট ক্লীক করে ঐ ফোল্ডারটিতে ক্লীক করবেন তখনই ঐ ফাইলটি আপনার ফোল্ডার এ কপি হয়ে চলে যাবে। উপরের নিয়ম ব্যবহার করে আপনারা একাধিক ফোল্ডার সংযুক্ত করতে পারেন।
1 comments:
ভাল।
রহিম vai থাঙ্ক...
আরকম আর সুন্দর টিউন চাই।www.borhan-info.co.cc
Post a Comment