খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, March 18, 2011

YouTube থেকে ভিডিও ডাউনলোড করুন YouTube Downloader Manager দিয়ে!

বিসমিল্লাহীর রহমানীর রাহিম


আশাকরি সবাই ভালো আছেন। আমরা সবাই YouTube সম্পর্কে জানি। YouTube হলো এমন একটি ওয়েব সাইট যেখানে প্রতিনিয়ত এবং প্রতিদিন হাজার হাজার নতুন ভিডিও আসে। মুলত সহজ ভাষায় বলতে গেলে YouTube হলো ভিডিও ভান্ডার। YouTube রয়েছে অনেক ভিডিও। যারা ইন্টারনেটে নতুন তারা YouTube থেকে ফাইল ডাউনলোড করতে পারেন না। আমি যখন প্রথম ইন্টারনেট ব্যবহার করতাম তখন YouTube সম্পর্কে জানতামই না। পরে ধীরে ধীরে YouTube সম্পর্কে জানতাম। কিন্তু তখন ভিডিও ফাইলগুলো ডাউনলোড করতে পারতাম না। শুধু অনলাইনে বসে বসে ভিডিও দেখতাম। পরে ধীরে ধীরে ফাইল ডাউনলোড করা শিখলাম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে। কিন্তু অনেকে আবার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন না, নানান কারণে। এটা তাদের নিজস্ব ব্যাপার। তাই তাদের জন্য আমার এখনকার পোষ্ট। এখন আমি যে সফটওয়্যার সম্পর্কে আলোচনা করছি এটার নাম হলো YouTube Downloader। এই সফটওয়্যার দিয়ে আপনারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ছাড়াই YouTube থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
নিচে স্ত্রীনশট দেওয়া হলো:


ডাউনলোড:



ধন্যবাদ.....

0 comments:

Post a Comment