সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, চকলেটে প্রচুর ক্যালরি থাকলেও হজমে এর রয়েছে ইতিবাচক প্রভাব। বেশি বেশি চকলেট খেলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভাল থাকে, কলেস্টেরলের মাত্রা থাকে পরিমিত, গ্লুকোজ এবং রক্ত চাপ নিয়ন্ত্রণে থাকে।
এক হাজার নারী-পুরুষের ওপর জরিপ পরিচালনা করা হয়েছে। তাদের এক সপ্তাহের চকোলেট ভক্ষণ এবং বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) বা শরীরের ওজন ও উচ্চতার অনুপাত পরিমাপ করা হয়েছে। দেখা গেছে, যারা ঘন ঘন চকলেট খান তাদের বিএমআই অনুপাত অনেক কম তাদের তুলনায় যারা খুব একটা চকোলেট খান না।
কিন্তু মজার ব্যাপার হলো চকলেটে এতো বেশি ক্যালরি থাকা সত্ত্বেও তা ওজন কমায় কি করে। ধারণা করা হচ্ছে এর মধ্যে যে এন্টিঅক্সিডেন্ট রয়েছে তা চর্বি থেকে ক্যালরি খরচের ক্ষেত্রে শরীরকে সাহায্য করে থাকতে পারে। আর এভাবেই আপনি পেতে পারেন একটি আকর্ষণীয় স্লিম ফিগার।
0 comments:
Post a Comment