এবারে ব্যতিক্রমী সার্চ ইঞ্জিন নিয়ে আসছে সামাজিক গণমাধ্যম ফেসবুক। বিশ্ব যোগাযোগ মাধ্যমকে আরও বেশি সুসজ্জিত এবং তথ্যভিত্তিক করতেই এ উদ্যোগ নিয়েছে ফেসবুক। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
বিশ্বে প্রতিদিনই ওয়েবসাইটের সংখ্যা বাড়ছে। সঙ্গে তৈরি হচ্ছে বহুমাত্রিক সার্চের গুরুত্ব। মাঠে নামার এটাই তো সেরা সুযোগ। আর তা মোটেও হাতছাড়া করছে না ফেসবুক।
এরই মধ্যে দুডজন প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে এ প্রকল্প উন্নয়নের দায়িত্ব দিয়েছে ফেসবুক। যদিও এ উদ্যোগের বিষয়ে একেবারেই মুখ খুলতে নারাজ ফেসবুক।
এ জন্য গুগল ইঞ্জিনিয়ার লারসকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। নতুন ঘরানার এ ফেসবুকে সার্চ ইঞ্জিনে থাকছে আর্টিকেল, ভিপিও এবং বেশ কধরনের স্ট্যাটাস খোঁজার সহজবোধ্য সুযোগ।
বিশ্বে প্রতিদিনই ওয়েবসাইটের সংখ্যা বাড়ছে। সঙ্গে তৈরি হচ্ছে বহুমাত্রিক সার্চের গুরুত্ব। মাঠে নামার এটাই তো সেরা সুযোগ। আর তা মোটেও হাতছাড়া করছে না ফেসবুক।
এরই মধ্যে দুডজন প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে এ প্রকল্প উন্নয়নের দায়িত্ব দিয়েছে ফেসবুক। যদিও এ উদ্যোগের বিষয়ে একেবারেই মুখ খুলতে নারাজ ফেসবুক।
এ জন্য গুগল ইঞ্জিনিয়ার লারসকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। নতুন ঘরানার এ ফেসবুকে সার্চ ইঞ্জিনে থাকছে আর্টিকেল, ভিপিও এবং বেশ কধরনের স্ট্যাটাস খোঁজার সহজবোধ্য সুযোগ।
0 comments:
Post a Comment