খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, May 11, 2012

চালকবিহীন গাড়ির লাইসেন্স পেল গুগল!

undefined



ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল ক্রমশ অন্যদিকে মনোযোগী হতে শুরু করেছে৷ মহাকাশ গবেষণা থেকে শুরু করে ডিজিটাল চশমা – ক্রমশ একটু যেন ভিন্নভাবে পরিচিত হচ্ছে গুগল৷ এবার তাদের উদ্ভাবন চালকবিহীন গাড়ি৷

চালকবিহীন গাড়ি! ঠিক তাই, এই গাড়ি চালানোর জন্য আলাদা করে কোন চালকের প্রয়োজন হবে না বরং গাড়ি চলবে নিজেই৷ রাস্তায় অন্য গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যাবে নিশ্চিন্তে৷ এমনকি কোন রাস্তায় কোন জটিলতা দেখা দিলে আপনা থেকেই বেছে নেবে নিজের সুবিধাজনক জায়গা৷ গুগল ইতিমধ্যে তৈরি করে ফেলেছে এই প্রযুক্তি৷ সেটা গাড়িতে জুড়ে চলছে বিস্তর পরীক্ষানিরীক্ষা৷ আর এবার, আবার আরো একধাপ এগিয়ে গেল সংস্থাটি৷ কারণ সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্য কর্তৃপক্ষ গুগলকে এই গাড়ির লাইসেন্স দিয়েছে বলে জানা গেছে৷

লাইসেন্স পাওয়ার পর গুগল প্রথম যে চালকবিহীন গাড়িটি রাস্তায় নামাচ্ছে, সেটি টোয়োটা কোম্পানির৷ প্রিয়াস মডেলের গাড়িতে চালকবিহীন প্রযুক্তি যোগ করছে গুগল৷ আরো অনেক গাড়ি কোম্পানি অবশ্য নেভাদায় চালকবিহীন গাড়ির লাইসেন্স পেতে আবেদন জানিয়েছে গুগল।

প্রশ্ন আসতে পারে, কিভাবে চলবে এই গাড়ি?
চালকবিহীন গাড়িতে রয়েছে ভিডিও ক্যামেরা, রাডার সেন্সর এবং লেজার রেঞ্জ ফাইন্ডার৷ এসব ব্যবহার করে রাস্তায় থাকা অন্যান্য গাড়ি এবং বস্তুর অবস্থান সনাক্ত করবে চালকবিহীন গাড়িটি৷ গুগলের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার রাস্তায় এই গাড়ি পরীক্ষা করেছে৷ তখন অবশ্য গাড়ির মধ্যে একজন অভিজ্ঞ চালক ছিলেন৷ বাড়তি সতর্কতা হিসেবে তাঁকে রাখা হয়েছিল৷ বিশেষ করে যদি গুগল সফটওয়্যার কোন কারণে কাজ না করে, তাহলে যাতে চালক গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারেন৷ বলাবাহুল্য, পরীক্ষামূলক এই চালনায় কোন ধরনের বড় জটিলতা ধরা পড়েনি৷

গুগল'এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেবাস্টিয়ান থ্রুন এই বিষয়ে বিবিসি'কে বলেন, কোন ধরনের দুর্ঘটনা ছাড়াই চালকবিহীন গাড়িটি এক লাখ চল্লিশ হাজার মাইল পাড়ি দিয়েছে৷ এই চলার পথে শুধুমাত্র একবার ট্রাফিক সিগন্যালে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়েছিল চালকবিহীন গাড়িটিকে৷

নেভাদা'র মোটর ভেহিক্যালস বিভাগের পরিচালক ব্রুস ব্রেসলো মনে করেন, চালকবিহীন গাড়ি হচ্ছে ভবিষ্যতের গাড়ি৷ রাস্তায় চালকবিহীন গাড়ি চলাচলের অনুমতি প্রদান করতে গত মার্চ মাসে আইন পরিবর্তন করে নেভাদা৷ ভবিষ্যতে সাধারণ মানুষকে এই গাড়ি ব্যবহারের অনুমতি প্রদান করতে পারে সে রাজ্য৷

গুগল'এর এই গাড়ির লাইসেন্স প্লেট লাল রংয়ের৷ এর কারণ হচ্ছে গাড়িটিকে যেন আলাদাভাবে সনাক্ত করা যায়৷ এবং গাড়ির নাম্বারও একটু ভিন্ন ‘ইনফিনিটি সাইন'সহ ০০১৷

0 comments:

Post a Comment