খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, April 16, 2010

Make Blood Effects in Photoshop / ফটোশপ এ রক্তের ইফেক্ট তৈরী করুন

 আশা করি সবাই ভালো আছেন | আজকে কোনো প্রজেক্ট করতে ভালো লাগছিলোনা | কিন্তু নিজেকে প্রজেক্ট থেকে আর দুরে রাখতে পারলাম না | যা হোক এখন আমি আপনাদেরকে যে প্রজেক্ট শিখাবো তার নাম হলো ফটোশপ এ রক্তের ইফেক্ট তৈরী | চলুন প্রজেক্ট সুরু করি |
১. ফটোশপ চালু করুন |
২. একটি নতুন পেজ নিন |


৩. ব্রাস টুল সিলেট করুন | 
 ৪. উপরে অবঠিত ব্রাস অপসন এ ক্লিক করুন | একটি টুলবার খুলবে | সেখানে একটি তীর চিন্ন দেখতে পাবেন |
৫. তীর চিন্নটিতে ক্লিক করুন | ফলে পাশে একটি মেনু খুলবে | সেখান থেকে Natural Brushes 2 তে ক্লিক করুন |

 ৬. ফলে একটি ডায়ালগ বোক্ষ আসবে | সেখানে OK বাটনে ক্লিক করুন | 
 ৭. এবার Wet Brash 60 Pixel এ ক্লিক করুন | এবং ব্রাস এর মাপ 600 select করে দিন | 
 
৮. এখন সতর্কতার সাথে ব্রাসটি ড্রাগ করুন | একটু ভালোভাবে ড্রাগ করলে আপনি ভালো ফলাফল পাবেন |
  
আশা করি আপনি আমার সকল কথা ভালো ভাবে বুঝতে পেরেছেন | যদি এই প্রজেক্ট কারো উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সারথক হবে | উপকারেআসলে কমাঁত / Comments করতে ভুলবেন না যেন |   
ধন্যবাদ,
মো৪ আব্দুর রহিম 

0 comments:

Post a Comment