খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, April 15, 2010

Make LCD Monitor in Photoshop / ফটোশপ দিয়ে LCD MONITOR তৈরী করুন

ফটোশপ দিয়ে LCD MONITOR তৈরী করুন |
আশা করি সবাই ভালো আছেন | আজকে আমার খুব ইচ্ছা হস্সিলো যে আমি আপনাদেরকে একটি নতুন প্রজেক্ট উপহার দিব | তাই জটপট লিখতে বসে পরলাম | আর কথা না বাড়িয়ে প্রজেক্ট সুরু করি |

১. ফটোশপ ওপেন করুন |
২. একটি নতুন Page নিন |
৩. সেখানে Width 600 এবং Height 400 লিখুন | OK বাটন এ ক্লিক করুন |  
 ৪. একটি নতুন layer নিন |
৫. এবার Polygonal lasso Tool নিন | এখন নিচের ছবির মত সেপ কাটুন বা আকুন |

৬. সেপটি #343434 কালার দিয়ে Fill করুন |
৭. Fill করার পর সেপটি দেখতে এমন হবে |

৮. একটি নতুন layer নিন |
৯. আবার
Polygonal lasso Tool নিন | এখন নিচের ছবির মত সেপ কাটুন বা আকুন | সেপটি #595858 কালার দিয়ে Fill করুন |
১০. আবার একটি নতুন layer নিন |
১১. আবার Polygonal lasso Tool নিন | এখন নিচের ছবির মত সেপ কাটুন বা আকুন | সেপটি #FFFFFF কালার দিয়ে Fill করুন |
 ১২. এখন আপনের ডেস্কটপ এর স্ক্রীন শট নিন | আর সাদা সেপ এর উপর সাইজ মত বসান |
 মনিটরতো তৈরী হলো | এখন দরকার স্ট্যান্ড অর্থাত মনিটর যার উপর দাড়িয়া থাকবে |

একটি নতুন layer নিন |


স্ট্যান্ড তৈরী করার জন্য Polygonal lasso Tool নিন | এখন নিচের ছবির মত সেপ কাটুন বা আকুন | সেপটি #312A2A কালার দিয়ে Fill করুন |

এবার layer টির Blending Options... এ যান |
Blending Options... টি নিচের ছবির মত করা পরিবর্তন করুন |
 যদি আপনি সব গুলো ধাপ ভালো ভালে উনসরণ করেন তাহলে ফলাফল আসবে নিচের ছবির মত |

আশা করি আপনি আমার সকল কথা ভালো ভাবে বুঝতে পেরেছেন | যদি এই প্রজেক্ট কারো উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সারথক হবে | উপকারে আসলে কমাঁত / Comments করতে ভুলবেন না যেন |

ধন্যবাদ,
মো৪ আব্দুর রহিম

1 comments:

শিবলী [Reply]

আমিও একটা বানাইচি টিউটোরিয়ালটি দেখতে পারেন এখান থেকে

Post a Comment