ফটোশপ দিয়ে LCD MONITOR তৈরী করুন |
আশা করি সবাই ভালো আছেন | আজকে আমার খুব ইচ্ছা হস্সিলো যে আমি আপনাদেরকে একটি নতুন প্রজেক্ট উপহার দিব | তাই জটপট লিখতে বসে পরলাম | আর কথা না বাড়িয়ে প্রজেক্ট সুরু করি |
১. ফটোশপ ওপেন করুন |
২. একটি নতুন Page নিন |
৩. সেখানে Width 600 এবং Height 400 লিখুন | OK বাটন এ ক্লিক করুন |
৪. একটি নতুন layer নিন |
৫. এবার Polygonal lasso Tool নিন | এখন নিচের ছবির মত সেপ কাটুন বা আকুন |
৬. সেপটি #343434 কালার দিয়ে Fill করুন |
৭. Fill করার পর সেপটি দেখতে এমন হবে |
৮. একটি নতুন layer নিন |
৯. আবার Polygonal lasso Tool নিন | এখন নিচের ছবির মত সেপ কাটুন বা আকুন | সেপটি #595858 কালার দিয়ে Fill করুন |
১০. আবার একটি নতুন layer নিন |
১১. আবার Polygonal lasso Tool নিন | এখন নিচের ছবির মত সেপ কাটুন বা আকুন | সেপটি #FFFFFF কালার দিয়ে Fill করুন |
১২. এখন আপনের ডেস্কটপ এর স্ক্রীন শট নিন | আর সাদা সেপ এর উপর সাইজ মত বসান |
মনিটরতো তৈরী হলো | এখন দরকার স্ট্যান্ড অর্থাত মনিটর যার উপর দাড়িয়া থাকবে |
একটি নতুন layer নিন |
স্ট্যান্ড তৈরী করার জন্য Polygonal lasso Tool নিন | এখন নিচের ছবির মত সেপ কাটুন বা আকুন | সেপটি #312A2A কালার দিয়ে Fill করুন |
এবার layer টির Blending Options... এ যান |
Blending Options... টি নিচের ছবির মত করা পরিবর্তন করুন |
যদি আপনি সব গুলো ধাপ ভালো ভালে উনসরণ করেন তাহলে ফলাফল আসবে নিচের ছবির মত |
আশা করি আপনি আমার সকল কথা ভালো ভাবে বুঝতে পেরেছেন | যদি এই প্রজেক্ট কারো উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সারথক হবে | উপকারে আসলে কমাঁত / Comments করতে ভুলবেন না যেন |
ধন্যবাদ,
মো৪ আব্দুর রহিম
Thursday, April 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
আমিও একটা বানাইচি টিউটোরিয়ালটি দেখতে পারেন এখান থেকে
Post a Comment