Tuesday, August 31, 2010
ব্লগারে খুব সহজে যুক্ত করুন টপ কমেন্টারের লিস্ট
আসসালামুআলাইকুম। একটি ব্লগ কতটা ধনী হয়েছে তা ভিজিটর এবং কমেন্টস দেখেই আইডিয়া করা সম্ভব। তাই মুলত আমি এই পোষ্টটি করছি। আমি আশা করি এই পোষ্টটি আপনাদের ব্লগের জন্য কাজে আসবে। আপনি ইচ্ছা করলে বিভিন্ন নম্বরে টপ কমেন্টার দেখাতে পারেন। এই অপশনটি আপনার ব্লগে সংযুক্ত করতে হলে আপনাকে কোন কোড কপি পেষ্ট করতে হবে না শুধু ক্লীক করেই আপনার ব্লগের লেআউটে স্থানারতিত করতে হবে। কারণ এটি হলো একটি গ্যাজেড।
য়েভাবে আপনার ব্লগে সংযুক্ত করবেনঃ
এই লিং এ ক্লীক করে গ্যাজেট সংযুক্ত করার মেইন পেজেই যান।
উক্ত লিঙ্কে ক্লীক করে সেখানকার নির্দেশনা বলি অবলম্বন করে গ্যাজেটটি আপনার ব্লগে সংযুক্ত করুন।
এই পোষ্টটি আপনাদের কাজে লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে। কমেন্টস করতে ভুলবেন না যেন।
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
আঃ রহিম ভাইয়া সত্যি কাজের একটা টিউন করেছেন।
রহিম ভাই আপনার দেওযা ওয়েব সাইটেতো দুইটা বাটন আছে কোনটাতে ক্লীক করে গ্যাজেট যুক্ত করবো। দয়া করে জানাবেন।
@মতিন
মতিন ভাই। প্রথমে যে বাটনটি আছে তাতে ক্লীক করলে আপনি সর্বোচ্চ ৫০০ জন কমেন্টারকে আপনার ব্লগে দেখাতে পারবেন।
আর দু নম্বর বাটনটাতে ক্লীক করলে আপনি সর্বোচ্চ ৫০০০ জন কমেন্টারকে আপনার ব্লগে দেখাতে পারবেন।
এখন আপনার খুশি, কোথায় আপনি ক্লীক করবেন।
ধন্যবাদ।
Post a Comment