Friday, December 31, 2010
গ্রামীনফোন মডেম থেকেই এবার আপনার সিমের ব্যালেন্স দেখুন!!
বর্তমানে যারা গ্রামীন ফোনের মডেম ব্যবহার করছেন তাদের জন্য আমার মনে এই পোষ্টা বেশ উপকারী। কেননা গ্রামীনফোনের সিম থেকে একাউন্ট দেখতে হলে মডেম থেকে সিমটি খুলে হ্যান্ডসেটে ভরে একাউন্ট ইনফো দেখতে হয়। যারা এই পদ্ধতিটি ব্যবহার করছেন তারাই বুঝতে পারবেন এটা কতোটা কষ্টের ব্যাপার। এটা যেহেতু তথ্য প্রযুক্তির যুগ আর কেনইবা আপনি এই যুগে এতো কষ্ট করবেন? আর নয়। এখন থেকেই আপনি আপনার কম্পিউটার থেকেই আপনার গ্রামীনফোন মডেমের ভিতরের সিমের একাউন্ট ইনফো দেখতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
প্রথমে আপনি যদি Huawei EG162G মডেলের গ্রামীণফোন মডেমটি ব্যবহার করেন তাহলে মাত্র ৯৩.১ কিলোবাইটের প্লাগইনটি এখান থেকে ডাউনলোড করে নিন। আর যদি মডেমটি Huawei E1550 মডেলের হয় তাহলে ৩৫৪ কিলোবাইটের প্লাগইনটি এখান থেকে ডাউনলোড করে নিন।
এবার ডাউনলোড করা প্লাগইনটি সেটআপ দিন। এবং মডেমটি খুলে আবার কম্পিউটারে লাগান। সেখানে নিচের ছবির মতো USSD নামে একটি আইকন দেখতে পাবেন।
এখন নিচের ছবির মতো 1 নম্বর চিহ্নিত স্থানে আপনার ব্যালেন্স কোড (প্রিপেইড ব্যালেন্স জানতে *৫৬৬# কিংবা পি৬ ইন্টারনেট প্যাকেজের ব্যালেন্স জানতে *৫৬৬*১০#) লিখে এন্টার চাপুন বা Send বাটনটিতে ক্লীক করুন।
2 নম্বর চিহ্নিত বক্সে আপনার একাউন্ট সম্পর্কিত তথ্যগুলো দেখতে পাবেন।
কাজে লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না যেন।
ধন্যবাদ,
-মোঃ আব্দুর রহিম
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আমি গ্রামীণফোন জেট Zet MOdem ব্যবহার করি এর প্লাগইন আছে কি? থাকলে একটু বলবেন
Post a Comment