Friday, December 31, 2010
আপনার ব্লগারের জন্য খুব সহজেই তৈরী করুন "Random" বাটন
ব্লগারদের জন্য এটা বেশ উপকারী পোষ্ট না হলেও ভাবলাম শেয়ার করলে অন্ত্যত ১জনের ও উপকার হতে পরে। তাই লিখতে বসে গেলাম। আপনারা হয়তবা শিরনাম দেখেই বুঝতে পেরেছেন তবুও বলছি যে এটা ব্লগারের জন্য একটি Random বাটন। অর্থাৎ এই বাটটিতে ক্লীক করলে আপনার ব্লগে অবস্থিত পোষ্টগুলোর মধ্যে থেকে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পোষ্ট পড়া যাবে। এবার আসুন বাটনটি ব্লগে সংযুক্ত করি।
প্রথমে আপনার ব্লগে লগইন করুন। এবার Design এ যান। Add a Gadget >> HTML/JavaScript এ ক্লীক করুন। এখন নিচের কোডটি এখানে ক্লীক করে ডাউনলোড করে নিন।
বাটনটি দেখতেঃ "View Random Post"
Save বাটনে ক্লীক করুন। এবার Gadget টি আপনার পেজের ইচ্ছামতো জায়গায় রাখুন। সবশেষে আপনার টেম্পেটটি Save করুন।
ধন্যবাদ।
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
আমি Itworldbd গত ১৫-২০ দিন যাবৎ ভিজিট করছি। দেখে খুব ভালো লাগলো। আমি অনেক কিছু শিখতে পেড়েছি। এমনকি আমি যে বাংলায় কমেন্ট করছি এর বদলতে। কিন্তু রাহিম ভাই একটি সমস্যা আমি এই কোডটি ডাউনলোড দিতে পারছি না।
Post a Comment