আসসালামুআলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার শেয়ার করছি। এটি একটি ছোট সফটওয়্যার। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা আপনার কম্পিউটারের সংযুক্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। এই সফটওয়্যারটি আমার মতে সবচেয়ে বেশি কাজে লাগবে নতুন কম্পিউটার ব্যবহারকারীদের। কারণ তারা একটি ক্লীকেই কম্পিউটারের সকল তথ্য জানতে পারবে। সফটওয়্যারটি দিয়ে প্রোসেসর, মাডারবোর্ড, গ্রাফিক্স, মেমোরী বা RAM, এমনকি আপনার প্রসেসরের মডেল নম্বরও এই সফটওয়্যারটি দিয়ে দেখা যাবে। বেশি কিছু বললাম না। সফটওয়্যারটির সাইজ মাত্র ৫৬৬ কিলোবাইট।
স্ত্রীনশটঃ
কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।
ধন্যবাদ।
-মোঃ আব্দুর রহিম
Wednesday, January 5, 2011
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
কাজের কিন্তু জটিল সফটওয়্যার
apnake onek dhonnobad...
@Mosfikur Rahman
ধন্যবাদ।
রহমান ভাই, এই সফটওয়ার ডালো করার পর ফাইল টা ওপেন হয় না কি করতে হবে একটু জানান?
@Anonymous
কিছু বুঝলাম না। আপনার কথা মতো ডাউনলোড করলাম। আমার পিসিতে চালু হলো। এছাড়াও এটা আমি অন্য পিসিতেও ব্যবহার করে দেখেছি।
Post a Comment