খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Monday, January 31, 2011

ইমেজকে ফেভিকন এ কনভার্ট করার জন্য কিছু ফ্রী অনলাইন টুলস



কোন ওয়েবসাইট ভিজিট করার সময় url এর পাশে ছোট যে আইকনটি দেখা যায় সেটি হল favicon । সুন্দর একটি ফেভিকন একটি সাইটকে আরো আকর্ষনীয় করে তুলতে পারে । দারুন একটি Image কে ফেভিকন এ রুপান্তর করলে সেটিও হবে আকর্ষনীয় একটি ফেভিকন । আর তাই ইমেজ কে ফেভিকন এ কনভার্ট করার জন্য কিছু ফ্রী অনলাইন টুলস সম্পর্কে আজকে লিখব ।

Dagon Design 


 


এটি খুবই সাধারন একটি ফেভিকন জেনারেটর টুল । Dagon Design ওয়েব সাইটটিতে গেলে আপনি উপরের ইমেজটির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন । এবার Browse বাটনে ক্লিক করে যে ইমেজটিকে ফেভিকন এ রুপান্তর করতে চান তা সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজটি আপলোড হয়ে ফেভিকন তৈরি হয়ে যাবে । এরপর ফেভিকন এর পাশের Download লিংক এ ক্লিক করে ফেভিকনটি ডাউনলোড করে নিন । আপনি এখানে JPG, PNG এবং GIF ফরমেটের সর্বোচ্চ 100KB সাইজের ইমেজ ব্যবহার করতে পারবেন ।

Genfavicon


 এই টুলটির সুবিধা হচ্ছে এখানে আপনি 4MB পর্যন্ত ইমেজ ব্যবহার করতে পারবেন । এছাড়াও এখানে আপনি ইমেজ ক্রপ করতে পারবেন । 16*16 ও 32*32 এই দুইটি ফরমেট এ ফেভিকন তৈরির সুযোগ রয়েছে এবং url অথবা pc থেকে ইমেজ আপলোড করা যাবে ।

এগুলো ছাড়াও আরো কিছু ইমেজ to ফেভিকন কনভার্টার রয়েছে । Free Favicon, Faviconr, Favicon.ru এরকমই কিছু ফ্রী টুল । তবে উপরে যে দুটো সম্পর্কে লিখেছি আশা করি সেগুলো দিয়েই আপনি আপনার চাহিদা মত ফেভিকন তৈরি করতে পারবেন ।

0 comments:

Post a Comment