কোন ওয়েবসাইট ভিজিট করার সময় url এর পাশে ছোট যে আইকনটি দেখা যায় সেটি হল favicon । সুন্দর একটি ফেভিকন একটি সাইটকে আরো আকর্ষনীয় করে তুলতে পারে । দারুন একটি Image কে ফেভিকন এ রুপান্তর করলে সেটিও হবে আকর্ষনীয় একটি ফেভিকন । আর তাই ইমেজ কে ফেভিকন এ কনভার্ট করার জন্য কিছু ফ্রী অনলাইন টুলস সম্পর্কে আজকে লিখব ।
Dagon Design
এটি খুবই সাধারন একটি ফেভিকন জেনারেটর টুল । Dagon Design ওয়েব সাইটটিতে গেলে আপনি উপরের ইমেজটির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন । এবার Browse বাটনে ক্লিক করে যে ইমেজটিকে ফেভিকন এ রুপান্তর করতে চান তা সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজটি আপলোড হয়ে ফেভিকন তৈরি হয়ে যাবে । এরপর ফেভিকন এর পাশের Download লিংক এ ক্লিক করে ফেভিকনটি ডাউনলোড করে নিন । আপনি এখানে JPG, PNG এবং GIF ফরমেটের সর্বোচ্চ 100KB সাইজের ইমেজ ব্যবহার করতে পারবেন ।
0 comments:
Post a Comment