খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Monday, January 31, 2011

ডোমেইন নেম খুজুন কোন ঝামেলা ছাড়াই!



আমরা অনেকেই নিজেদের ওয়েব সাইটের জন্য ডোমেইন নেম খুজে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না একটু অসাবধানাতার কারনে আমাদের কষ্ট করে খুজে বের করা ডোমেইন নেমটি অন্যের হয়ে যেতে পারে। কথাটির বলার কারন হল। আমি বা আমরা অনেক সময় ডোমেইন নেম চেক করার জন্য ইন্টারনেট ব্রাউজার এর এড্রেস বার এ ডোমেইন নেম টি লিখে থাকি এই জন্য যে ওই নামের কোন সাইট আছে কি না। এটি একদম ভুল পদ্ধতি। কারন অনেক প্রোগ্রামার রা কিছু ছোট ছোট প্রোগ্রাম তৈরী করে ইন্টারনেটে ছেড়ে দেয়। এই ক্ষুদ্র বা ছোট প্রোগ্রাম গুলোর কাজ হল কেউ ব্রাউজার এর এড্রেস বার এ ডোমেইন নেম টি লিখে থাকলে তা ওই প্রোগ্রাম তৈরী কারক ব্যাক্তির কাছে জানিয়ে দেয়। আর ডোমেইন নেমটা যদি এনকোরা নতুন  ও ছোট হয় তাহলে ওই ব্যাক্তি তা কিনে রাখে। ফলে আপনি বাসায় দেখলেন ডোমেইন নেম টা খালি আছে কিন্তু কিনতে গিয়ে দেখলেন যে তা অন্য লোকে কিনে ফেলেছে আগেই।
এই সকল সমস্যা থেকে মুক্তির জন্য আজকে আমি আপনাদের কাছে  একটি ইন্টারনেট টুলস সাইট এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।


এই টুলটির নাম ডোমেই.এন আর
এটি খুবই ভালো, নিরাপদ ও ব্যাবহার বান্ধব একটি  ইন্টারনেট টুল । Domai.nr এ গেলে আপই উপরের চিত্রের মত একটি বক্স দেখতে পাবেন যেখানে আপনি যে ডোমেইন কিনতে চান তা লিখলে ডোমেইনটি এভেইলেবল কিনা তা চেক করে দেখা হবে । আর এভাবে আপনি সহজেই আপনার পছন্দের ডোমেইনটি খালি আছে কিনা তা খুজে দেখতে পারেন ।

0 comments:

Post a Comment