খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Wednesday, January 26, 2011

নাম Video Master Converter! কিন্তু বাস্তবে কী তা সত্য?

বিসমিল্লাহীর রহমানীর রাহিম


আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। পরীক্ষার জন্য বেশ ব্যস্ত থাকায় আপনাদের জন্য নিয়মিত পোষ্ট করতে পারছি না। এ জন্য বেশ দুঃখিত। আজকে আমি আপনাদের সাথে একটা কনভারেটর শেয়ার করছি। এটার নাম হলো Video Master Converter । হাসছেন কেন? হাসার কিছুই নেই। এই কনভারেটরটা দিয়ে নতুন কম্পিউটার ব্যবহারকারীও ভিডিও কনভার্ট করতে পারবে। ভাবছেন কী ভাবে? সফটওয়্যারটা চালু করার পর আপনি প্রোফাইলের একটা লিষ্টবার পাবেন। যেমন TO AVI, TO MP4, TO 3GP, TO MP3, TO MPGE, TO MOV, TO WMV ইত্যাদি আরো প্রোফাইল দেখতে পাবেন। এরপর আপনার গানগুলো Add করে প্রোফাইলে ক্লীক করে, ভিডিও সাইজ ঠিক করার পর Convert বাটনে ক্লীক করলেই গান করভার্ট হয়ে যাবে। খুব সোজা!
এছাড়াও আপনি এই কনভারেটরটা দিয়ে সরাসরি DVD BURN বা রাইট করতে পারবেন। আর একটা কথা এই কনভারেটরটা দিয়ে ৩৫% দ্রুত গতিতে কনভার্ট করার সুবিধা পাওয়া যাবে।


ক্যাপচার করার সুবিধা যে পাওয়া যাবে না তা কিন্তু নয়। ক্যাপচার করার সুবিধাও রয়েছে এতে। যার কারণে আপনি আপনার ওয়েব ক্যাম বা ক্যামেরা থেকে ছবি ভিডিও করে সাথে সাথে সেটি কনভার্ট করতে পারবেন MPG বা অন্য কোন ফরমেটে।


এই সফটওয়্যারটা ফুলভারসন। কিন্তু যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে, যদি আপনি এই কনভারেটরটা MCFunSoft কোম্পানীর কাছ থেকে কিনতেন তাহলে আপনার ব্যয় হতো $24.95 বা ২৪.৯৫ মার্কিন ডলার যা আমাদের বাংলাদেশী টাকায় ১ হাজার ৭৭১ টাকা ৫০ পয়সা।



আসুন সফটওয়্যারটির সাথে পরিচিত হয়ে নেইঃ
নামঃ Video Convert Master ।
ভারসনঃ 6.0
কোম্পানীঃ MCFunSoft


স্ক্রীনশটঃ


ডাউনলোডঃ



যেভাবে ফুলভারসন করবেনঃ [যারা জানেন না তাদের জন্য]
১. সফটওয়্যারটি সেটআপ দিন।
২. এবার সফটওয়্যারটি চালু করলে নিচের মতো ডায়ালগ বক্স পাবেন।
৩. সেখানে Enter Key বাটনে ক্লীক করুন।
৪. আপনার ডাউনলোড করা ফোল্ডারের ভেতর Serial নামে একটা টেক্সট ডকুমেন্ট পাবেন। সেটা চালু করুন।
৫. এবার নিচের ছবির মতো Name, Organization, Registration Key বসিয়ে দিন।


৬. সবশেষে OK বাটনে ক্লীক করুন।

সফটওয়্যারটি ব্যবহার করার পরেই বলবেন সত্যই কী এটা মাস্টার কনভারেটর।
আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ,
-মোঃ আব্দুর রহিম

0 comments:

Post a Comment