বিসমিল্লাহীর রহমানীর রাহিম
এছাড়াও আপনি এই কনভারেটরটা দিয়ে সরাসরি DVD BURN বা রাইট করতে পারবেন। আর একটা কথা এই কনভারেটরটা দিয়ে ৩৫% দ্রুত গতিতে কনভার্ট করার সুবিধা পাওয়া যাবে।
ক্যাপচার করার সুবিধা যে পাওয়া যাবে না তা কিন্তু নয়। ক্যাপচার করার সুবিধাও রয়েছে এতে। যার কারণে আপনি আপনার ওয়েব ক্যাম বা ক্যামেরা থেকে ছবি ভিডিও করে সাথে সাথে সেটি কনভার্ট করতে পারবেন MPG বা অন্য কোন ফরমেটে।
এই সফটওয়্যারটা ফুলভারসন। কিন্তু যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে, যদি আপনি এই কনভারেটরটা MCFunSoft কোম্পানীর কাছ থেকে কিনতেন তাহলে আপনার ব্যয় হতো $24.95 বা ২৪.৯৫ মার্কিন ডলার যা আমাদের বাংলাদেশী টাকায় ১ হাজার ৭৭১ টাকা ৫০ পয়সা।
আসুন সফটওয়্যারটির সাথে পরিচিত হয়ে নেইঃ
নামঃ Video Convert Master ।ভারসনঃ 6.0
কোম্পানীঃ MCFunSoft
স্ক্রীনশটঃ
ডাউনলোডঃ
যেভাবে ফুলভারসন করবেনঃ [যারা জানেন না তাদের জন্য]
১. সফটওয়্যারটি সেটআপ দিন।২. এবার সফটওয়্যারটি চালু করলে নিচের মতো ডায়ালগ বক্স পাবেন।
৩. সেখানে Enter Key বাটনে ক্লীক করুন।
৪. আপনার ডাউনলোড করা ফোল্ডারের ভেতর Serial নামে একটা টেক্সট ডকুমেন্ট পাবেন। সেটা চালু করুন।
৫. এবার নিচের ছবির মতো Name, Organization, Registration Key বসিয়ে দিন।
৬. সবশেষে OK বাটনে ক্লীক করুন।
সফটওয়্যারটি ব্যবহার করার পরেই বলবেন সত্যই কী এটা মাস্টার কনভারেটর।
আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ,
-মোঃ আব্দুর রহিম
0 comments:
Post a Comment