বিসমিল্লাহীর রহমানীর রাহিম
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মুলত বলতে গেলে আমাদের মধ্যে অধিকাংশ মানুষই মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। আর এটার মধ্যে অধিকাংশ মানুষই মিউজিক হ্যান্ডসেট ব্যবহার করে থাকেন। আমরা সবাই জানি যে মিউজিক হ্যান্ডসেট গুলোর মধ্যে সবচেয়ে বেশি যে মেমোরী ব্যবহার করা হয় তা হলো SD Memory Card. এখন আমি আপনাদের এই SD Memory Card ফরমেট করার জন্য ছোট কিন্তু ভালো একটা সফটওয়্যার শেয়ার করছি। এই সফটওয়্যারটি দিয়ে মেমোরী কার্ডের ছোট মটো সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। আমার নিজের কথাই বলি আমার একটা ২ জিবি মেমোরী কার্ড প্রায ৫ মাস ধরেই নষ্ট হয়ে পড়ে ছিল। গতকাল আমি এই সফটওয়্যারটা দিয়ে ফরমেট দিলাম। তারপর থেকে দেখছি মেমোরী কার্ডটা কাজ করছে। তাই এই সফটওয়্যারটা আপনাদের সাথে শেয়ার করছি। নিচে সফটওয়্যারটার স্ক্রীন শট দেওয়া হলোঃ
ডাউনলোডঃ
Size: 567 KB
যেভাবে ব্যবহার করতে হবে সেটার একটা গাইড পিডিএফ ফরমেটে ভেতরে দেওয়া আছে। সমযের অভাবে বেশি কিছু লিখতে পারলাম না।
ধন্যবাদ।
0 comments:
Post a Comment