Wednesday, January 5, 2011
নাম ছাড়াই ফোল্ডার তৈরী করুন!
এখন আপনাদেরকে মজার কিন্তু কাজের একটা ট্রিকস শিখাবো। আপনারা হয়তবা শিরনাম দেখেই বুঝতে পেরেছেন। ভাবছেন নাম ছাড়া ফোল্ডার কীভাবে তৈরী করবো? এটা খুবই সহজ একটা ট্রিকস।
যেভাবে তৈরী করবেনঃ
১. একটি ফোল্ডার তৈরী করুন।
২. ফোল্ডারটিতে মাউসের ডানবাটনে ক্লীক করে Rename এ ক্লীক করুন।
৩. এখন Alt+255 চেপে Enter চাপুন।
৬. দেখুন নাম ছাড়াই ফোল্ডার তৈরী হয়েছে।
ধন্যবাদ।
Labels:
Tips and Tricks
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment