খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, February 24, 2011

এক্সপির ড্রাইভগুলোকে বানিয়ে ফেলুন "ভিসতা ড্রাইভে"! [362 KB]

বিসমিল্লাহির রহমানির রাহিম


আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিয়মিত পোষ্ট না করতে পারার কারণে অনেক অনেক দুঃখিত। এখন আপনাদের সামনে হাজির হয়েছি ভিসতা ড্রাইভ নিয়ে। আমরা যারা এক্সপি ব্যবহার করি তারা তাদের ড্রাইভার গুলোকে দেখতে দেখতে একঘেয়ামিতে পরিণত হয়েছেন। আবার অনেকে এই ভিসতা ড্রাইভের অরিজিনাল সেটআপ ভারসনও ব্যবহার করেছেন। কিন্তু সমস্যা হলো অরিজিনাল সেটআপ ফাইলটি ইন্সটল করলে কম্পিউটার ভারী হয়ে যায়। এবং এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে যেতে অনেক সময় নেয়। তাই আমি অরিজিনাল সেটআপ ফাইল থেকে ভিসতা ড্রাইভটি আলাদা ভাবে কেটে এবং এর সাইজ কমিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এটার সাইজ হলো মাত্র ৩৬২ কিলোবাইট।


মুলত ভিসতা ড্রাইভটি সেটআপ করলে আপনার পিসির ড্রাইভগুরো ভিসতা স্টাইলের ড্রাইভের মতো হয়ে যাবে।



ডাউনলোডঃ




ধন্যবাদ..........

0 comments:

Post a Comment