খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Wednesday, February 23, 2011

পিসির রেজিষ্টারি সমস্যা সমাধানের জন্য চমৎকার একটি সফটওয়্যার!

বিসমিল্লাহির রহমানীর রাহিম


 আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। এটা একটা রেজিষ্টারি মেকানিক সফটওয়্যার। নামও রেজিষ্টারি মেকানিক। অর্থাৎ আপনার কম্পিউটারের যাবতীয় রেজিষ্টারি সমস্যা গুলো এই সফটওয়্যারটি দিয়ে ঠিকঠাক করা যাবে। আমি যেহেতু রেজিষ্টারী সম্পর্কে বেশি কিছু জানি না তাই আর বেশি কিছু বলবো না। যেভাবে কাজ করবেন সেটার বর্ণনা নিচে দেওয়া হলোঃ

১. সফটওয়্যারটা চালু করুন।
২. এবার Scan Your Registry তে ক্লীক করুন।



৩. ফলে Scan শুরু হয়ে যাবে।



৪. Scan শেষে Repair বাটনে ক্লীক করুন।



৫. ব্যাস কাজ শেষ। সবশেষে Continue বাটনে ক্লীক করুন।




ডাউনলোডঃ


যেভাবে ফুল ভারসন করবেনঃ
১. সফটওয়্যারটা চালু করুন।
২. সফটওয়্যারটার বামদিকের সাইডবারে Register বাটনে ক্লীক করুন।



৩. ডাউনলোড কৃত ফোল্ডারের ভেতর Crack.exe নামের ক্রাকটা চালু করুন।
৪. Gen বাটনে ক্লীক করুন। ফলে আপনি Name ও Key পেয়ে যাবেন।
৫. এবার ছবির মতো Name এ নাম ও Key টা লাইসেন্স কি এ পেষ্ট করে Register বাটনে ক্লীক করুন।



৬. ব্যাস কাজ শেষ।

ধন্যবাদ.........
মোঃ আব্দুর রহিম

0 comments:

Post a Comment