আয়ের ধারণাঃ
মুলত এড ফ্লাইতে আপনার লিং গুলো জেনেরেট করে লিং গুলো কোন ব্লগে প্রকাশ করলে যদি ঐ লিং এ ক্লীক করে কোন ভিজিটর ডাউনলোড করে তাহলেই আপনার আয় হবে। এড ফ্লাই তে আয়ের মুলত কোন ধারণা নেই। এটার আয়ের সম্পূর্ণটা আপনার উপরে নির্ভর করবে। আপনি যত বেশি লিং শেয়ার করবেন তত বেশিই আপনার আয় বৃদ্ধি পাবে। এটা নিয়ে ইনসাআল্লাহ ২য় পর্বে আলোচনা করা হবে। এড ফ্লাই এ মূলত ১০০০ জন যদি আপনার লিং থেকে ডাউনলোড করে তাহলে আপনি পেমেন্ট পাবেন $৪ ডলার। আর টাকা তুলতে আপনার একাউন্টে সর্বনিম্ন $৫ ডলার থাকতে হবে। টাকা তুলতে পারবেন এলার্টপে এবং পেপালের মাধ্যমে।
রেজিষ্টেশনঃ
১. প্রথমে এখানে ক্লীক করে এড ফ্লাই এর হোম পেজে যান।
২. এবার Join Now বাটনে ক্লীক করুন।
৩. ফলে একটা ফরম আসবে। ফরমটি পূরণ করুন। প্রয়োজনে নিচের ছবি দেখে সাহায্যে নিতে পারেন।
[মনে রাখবেনঃ Account Type: এ Link Shrinker: Create Shortend URL and Earn Money সিলেক্ট করে দিতে হবে। সাধারণত এটা সিলেক্ট করাই থাকে। যদি অটোমেটিক সিলেক্ট না করা থাকে তাহলে সিলেক্ট করে দিন। প্রয়োজনে নিচের ছবিটি দেখুন।]
৪. ক্যাপচা পূরণ করে Join Now বাটনে ক্লীক করুন।
ফলে আপনার মেইলে কনফরমেশন লিং এবং কোড লিং চলে যাবে।
৫. কোডটি কপি করুন এবং কনফরমেশন লিংটিতে ক্লীক করুন।
৬. সবশেষে কোডটি পেষ্ট করে সাবমিট বাটনে ক্লীক করুন।
ব্যাস কাজ শেষ এবার আপনার ইমেইল এবং পাশওয়ার্ড দিয়ে লগইন করুন।
আগামী পর্বে ইনসাআল্লাহ যেসব বিষয়ে আলোচনা করা হবেঃ
১. পেমেন্ট২. একাউন্ট সেটিংস
এবং
৩. লিং ব্যবহারের নিয়ম
আশা করি আপনাদের কাজে লাগবে..... আপনারা চেষ্টা করলে ইনসাআল্লাহ সাফলতা অর্জন করতে পারবেন। শুধু দরকার একটু ধর্য্য।
ধন্যবাদ.......
মোঃ আব্দুর রহিম
0 comments:
Post a Comment