খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Monday, February 21, 2011

কোন ঝামেলা ছাড়াই ফেসবুকে সরাসরি ফাইল শেয়ার করুন!

বিসমিল্লাহির রহমানির রাহিম



আমরা প্রায়ই ফেসবুকে বন্ধুদের বিভিন্ন ফাইল শেয়ার করে থাকি। এজন্য আমাদের নানান হোষ্টিং ওয়েব সাইটে ফাইলগুলো আপলোড করতে হয়। তারপর বন্ধুদের সেই লিংটি শেয়ার করতে হয়। মুলত বলতে গেলে এটা অনেক ঝমেলার ব্যাপার। তাছাড়া বন্ধুরা যখন ফাইলগুলো নামাবে তখন রিজুম সিস্টেম না থাকলে অনেক বন্ধুদের ভোগান্তিতে পড়তে হয়। যদি ফাইলগুলো সরাসরি ফেসবুকে আপলোড করা যায় তাহলে কেমন হয় বলুন তো? আজ এ বিষয়েই পোষ্ট করছি। আপনারা ফাইল শেয়ারিং এর কাজটি খুব সহজেই করতে পারবেন একটা ফেসবুক এপ্লিকেশন দ্বারা। Sendfiles নামে এই ফেসবুক এপ্লিকেশন দিয়ে আপনি আপনার বন্ধুকে সরাসরি ফাইল পাঠিয়ে দিতে পারবেন। আর আপনার বন্ধুটি ফেসবুক থেকেই সরাসরি আপনার ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারবে।
কিন্তু ফাইল পাঠানোর ক্ষেত্রে একটা লিমিট আছে। আপনি একসাথে দশজন বন্ধুর কাছে ফাইল পাঠাতে পারবেন।


এ জন্য প্রথমে ফেসবুকে ঢুকুন। এরপর http://apps.facebook.com/sendfiles ঠিকানা থেকে ‘সেন্ড ফাইল’ নামের প্রোগ্রামটি আপনার প্রোফাইলে যোগ করে নিন। এরপর এই প্রোগ্রামের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি আপলোড করুন (সর্বোচ্চ ১০০ মেগাবাইটের ফাইল রাখা যাবে)। যেসব বন্ধুর সঙ্গে ফাইলটি শেয়ার করবেন, Friend picker অপশন থেকে তাঁদের নাম নির্বাচন করুন। সবশেষে Send it বাটনে ক্লীক করলে ফাইলটি আপলোড হওয়া শুরু হবে। আপলোড শেষে ফাইলটি আপনার বন্ধুর কাছে চলে যাবে। আপনাদের সুবিধার জন্য স্ত্রীনশট দেওয়া হলোঃ



আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ.........

0 comments:

Post a Comment