অনেকেই হয়তো কোন গুরুত্বপূর্ন ওয়েব সাইটের ঠিকানা ফায়ার ফক্স এ বুকমার্ক করে রাখেন। কিন্তু সমস্যা হয় কোন কারনে ফায়ার ফক্স পুনরায় install করলে অথবা operating system install করলে। কারন বুকমার্ক গুলো তখন আর খুজে পাওয়া য়ায না। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বুকমার্ক গুলোর backup নিয়ে রাখুন এবং প্রয়োজনমত restore করে নিন।
যেভাবে ব্যাকআপ করবেনঃ
1.প্রথমে Firefox এর Bookmarks menu থেকে Organize Bookmarks a Click করুন।
2. এরপর Library এর Import and Backup menu থেকে Backup select করুন।
3. পরের process গুলো অনুসরন করে নিদির্ষ্ট folder এ save করন।
ব্যাকআপ ফাইল রিস্টোরঃ
ব্যাকআপ ফাইল রিস্টোর করার জন্য Bookmarks menu থেকে Organize Bookmarks এ ক্লীক করুন। এবার Import and Backup থেকে Restore থেকে Choose File... এ ক্লীক করে Save করে রাখা Bookmark Backup টি সিলেক্ট করে Open করুন। ব্যাস কাজ শেষ।
একই ভাবে কমেটবার্ডেও ব্যাকআপ ও রিস্টোর করা যাবে।
ধন্যবাদ।
ধন্যবাদ।
1 comments:
কাজের জিনিষ!
Post a Comment